
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যারফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
১৪ জুন অর্থাৎ শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আগামী দু'দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা, ছত্তিশগড় এবং বিদর্ভের কিছু অংশে ঢুকে পড়তে পারে আগামী দু দিনের মধ্যে। বার্তা দিয়েছে ভারতের মৌসম ভবন। মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশে অনুকূল পরিস্থিতির কথা জানালেও পূর্ব অংশ কবে সচল হবে তা নিয়ে এখনো কোনও পূর্বাভাস নেই ভারতের আবহাওয়া দফতরের।
মৌসুমী অক্ষরেখা ২৬ মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লা নগর, আদিলাবাদ, ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। প্রায় ১৫ দিন থমকে থাকার পর আবার মৌসুমি বায়ু নিজের গতিতে এগোতে থাকবে।
উত্তরপ্রদেশ ও পাঞ্জাব রাজস্থান সংলগ্ন এলাকার ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর প্রভাব বিস্তার করেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সকাল থেকে শুষ্ক ও গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। গরম এবং অস্বস্তির মাঝে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও মেঘলা আকাশের কিছুটা স্বস্তি মিলতে পারে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির হতে পারে কয়েকটি জেলাতে।
গরম ও অস্বস্তি বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তি ভাব থাকবে সকাল থেকে। পরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ অধিকাংশ জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে।
বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং ও কালিম্পং জেলাতে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। এছাড়াও দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, মালদহ ও দুই দিনাজপুরে।
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দফতরের পরামর্শ। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শষ্যের। দৃশ্যমানতা কমতে পারে। সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের।
শনিবার সকাল থেকে গরম ও অস্বস্তি ভাব থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরমও অস্বস্তিভাব বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।