WB Weather Forecast: বঙ্গে ঢুকছে মৌসুমি বায়ু, অস্বস্তিকর গরম থেকে কবে মুক্তি? রইল ঝড়বৃষ্টির বিরাট আপডেট

Published : Jun 14, 2025, 06:34 AM IST

WB Weather Alert: সপ্তাহান্তেও দেখা নেই একফোঁঁটা বৃষ্টির। তীব্র গরমে চরম অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত দক্ষিণবঙ্গের জেলাজুড়ে। শনিবার কোথায়-কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা? বড় আপডেট আবহাওয়া দফতরের। 

PREV
112
বঙ্গে কবে ঢুকবে বর্ষা?

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যারফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। 

212
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

312
এখন কোথায় অবস্থান করছে মৌসুমি বায়ু

১৪ জুন অর্থাৎ শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আগামী দু'দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা, ছত্তিশগড় এবং বিদর্ভের কিছু অংশে ঢুকে পড়তে পারে আগামী দু দিনের মধ্যে। বার্তা দিয়েছে ভারতের মৌসম ভবন। মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশে অনুকূল পরিস্থিতির কথা জানালেও পূর্ব অংশ কবে সচল হবে তা নিয়ে এখনো কোনও পূর্বাভাস নেই ভারতের আবহাওয়া দফতরের।

412
নিজ গতিতে এগোচ্ছে মৌসুমি বায়ু

মৌসুমী অক্ষরেখা ২৬ মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লা নগর, আদিলাবাদ, ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। প্রায় ১৫ দিন থমকে থাকার পর আবার মৌসুমি বায়ু নিজের গতিতে এগোতে থাকবে।

512
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা

উত্তরপ্রদেশ ও পাঞ্জাব রাজস্থান সংলগ্ন এলাকার ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর প্রভাব বিস্তার করেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

612
দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সকাল থেকে শুষ্ক ও গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। গরম এবং অস্বস্তির মাঝে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও মেঘলা আকাশের কিছুটা স্বস্তি মিলতে পারে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির হতে পারে কয়েকটি জেলাতে।

712
আরও বাড়বে গরম

গরম ও অস্বস্তি বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তি ভাব থাকবে সকাল থেকে। পরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ অধিকাংশ জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে।

812
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

912
প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে

প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং ও কালিম্পং জেলাতে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। এছাড়াও দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। 

1012
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, মালদহ ও দুই দিনাজপুরে।

1112
পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দফতরের পরামর্শ। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শষ্যের। দৃশ্যমানতা কমতে পারে। সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের।

1212
দিনভর চলবে অস্বস্তিভাব

শনিবার সকাল থেকে গরম ও অস্বস্তি ভাব থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।  দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরমও অস্বস্তিভাব বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Read more Photos on
click me!

Recommended Stories