WB Rain Alert: শুক্রেও কালবৈশাখীর দাপট, আজ ভিজবে কোন কোন জেলা? জানুন এক ক্লিকে

Published : Apr 11, 2025, 11:35 AM ISTUpdated : Apr 11, 2025, 11:42 AM IST
rain alert

সংক্ষিপ্ত

Weather News: চৈত্রের শেষবেলায় হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রবল ঝড়বৃষ্টিতে ভিজেছে গোটা দক্ষিণবঙ্গ। দফায় দফায় বৃষ্টিতে উধাও অরিক্ত গরমের আমেজ। ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে বঙ্গবাসী। জানুন আরও..

Weather News: চৈত্রের শেষবেলায় হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রবল ঝড়বৃষ্টিতে ভিজেছে গোটা দক্ষিণবঙ্গ। দফায় দফায় বৃষ্টিতে উধাও অরিক্ত গরমের আমেজ। ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে বঙ্গবাসী। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের ট্রেন্ড বজায় রেখে শুক্রবারও ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। সঙ্গে দেখা দিতে পারে কালবৈশাখীর দাপট। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ ও কাল। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (Weather News)

শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সতর্কতার প্রভাব বেশি থাকবে সাত জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।

শনিবার দক্ষিণবঙ্গের নয় জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সতর্কতা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।

রবিবারেও দক্ষিণবঙ্গে সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে ছয় জেলাতে। হুগলি পশ্চিম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও নদীয়া এই ছয় জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। চার জেলায় সর্তকতা বেশি থাকবে ঝড় বৃষ্টির। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। এই চার্জে লাইন ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবারের পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ