লেপার্ডের হানায় জখম গ্রামবাসীরা, পাল্টা ক্ষোভে লেপার্ডকে পিটিয়ে খুন উন্মত্ত জনতার

Published : Jan 26, 2026, 09:28 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Alipurduar News: লেপার্ডের হানায় জখম গ্রামবাসী। রাগের বশে আক্রমণকারী লেপার্ডটিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ  প্রতিবেদন…

Alipurduar News: আলিপুরদুয়ার:লেপার্ডের হামলায় আহত সাত গ্রামবাসী। ক্ষোভে লেপার্ডটিকে পিটিয়ে খুন করল উন্মত্ত জনতা। আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ধনিরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের কলি নদীর সেতুর কাছে লেপার্ডের হানায় জখম হয়েছে সাতজন। ক্ষুব্ধ জনতা পিটিয়ে মেরেছে ওই লেপার্ডকে। 

ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে।লেপার্ডের হানায় জখমদের ফালাকাটা সুপার স্পেশালিটি এবং বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায় এলাকায় এদিন বিকেলে লেপার্ড ঢুকে উৎপাত শুরু করে।

ঠিক কী ঘটনা ঘটেছিল? 

 সামনে পাওয়া সাত এলাকাবাসীকে জখম করে। এলাকায় হুলুস্থূল লেগে যায়। বাকি গ্রামবাসীদের দিকেও তেড়ে যাচ্ছিল লেপার্ডটি। সেই সময় ক্ষুব্ধ জনতা পিটিয়ে মারতে শুরু করে লেপার্ডটিকে। কিছুক্ষন পর মারা যায় লেপার্ডটি।দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে

জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও ভি ভিকাশ জানান, "আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রামে একটি লেপার্ড ঢুকে পড়েছিল। সাত জনকে আহত করেছে, তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে। সেটিকে ইচ্ছাকৃত পিটিয়ে মারা হয়েছে নাকি আত্ম রক্ষার জন্য পিটিয়ে মারা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লেপার্ডের মৃতদেহ ময়না তদন্ত করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিশ্ব বাংলা লোগোকে অসম্মানের অভিযোগ, ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল তুঙ্গে
'আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি' বিস্ফোরক শুভেন্দু | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc