বিশ্ব বাংলা লোগোকে অসম্মানের অভিযোগ, ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল তুঙ্গে

Published : Jan 26, 2026, 09:05 PM IST
TMC flag

সংক্ষিপ্ত

Malda TMC News: পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ এর বক্তব্য বিশ্ব বাংলা লোগোকে কোন অপমান করা হয়নি তারা খুব শীঘ্রই যথেষ্ট সম্মানের সাথে আবার বসানো হবে এই নিয়ে কাউন্সিলর ভাবনা চিন্তা না করলেও হবে ।

Malda TMC News: মুখ্যমন্ত্রীর সাধের বিশ্ববাংলা লোগো সরিয়ে নিয়ে অন্যত্র যাওয়ায় বিক্ষিপ্ত তৃণমূল কাউন্সিলর, ক্ষোভ উগরে দিলেন তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে

পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে বিশ্ব বাংলা লোগো বসানো হয়েছিল সেখানে পৌর বোর্ড নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসিয়েছে সেই ঘটনা নিয়ে পুরাতন মালদার তৃণমূল শিবির দ্বিধা বিভক্ত । এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন পৌরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী । তিনি এই ঘটনাকে জননেত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অপমান বলে মনে করছেন বিষয়টি তিনি দলের উপমহলে জানাবেন ।

যদিও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ এর বক্তব্য বিশ্ব বাংলা লোগো কে কোন অপমান করা হয়নি তারা খুব শীঘ্রই যথেষ্ট সম্মানের সাথে আবার বসানো হবে এই নিয়ে কাউন্সিলর ভাবনা চিন্তা না করলেও হবে ।আপাতত সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানো হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে জমে উঠেছে পুরাতন মালদায় তৃণমূল রাজনীতি । আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর ।

পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এখানে দীর্ঘদিন ধরে বিশ্ব বাংলা লোগো পৌরসভার পক্ষ থেকে বসানো হয়েছিল কিন্তু তৃণমূল পরিচারিত নতুন পৌর বোর্ড আসার পর হঠাৎই দেখা যায় বিশ্ব বাংলা লোগোকে সেখান থেকে সরিয়ে পানের দোকানের পিছনে ফেলে রাখা হয়েছে। আর সেই জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানো হয়েছে। তার এই ঘটনাটি কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলারই পৌর বোর্ডের উপরে গর্জে উঠেছেন প্রতিবাদ করছেন ।

পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী জানান পৌরসভার পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুক্তি বসানো হয়েছে। সেটা ভালো উদ্যোগ। ভালো দিক কিন্তু সেখানে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববাংলা লোগো ভারতবর্ষের কাছে পরিচয় । আমি যখন প্রশাসক ছিলাম তখন এই বিশ্ব বাংলা লোগো লাগিয়েছিল । আজকে বিশ্ববাংলা লোগো কে সেখান থেকে সরিয়ে নিয়ে পানের দোকানে পিছনে ফেলে রাখা হলো। ঘটনায় আমাদের দলকে অপমান করেছে । এই ঘটনাকে আমি প্রতিবাদ করি ।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান পুরাতন মালদা পৌরসভার যে নতুন বোর্ড এসছে, তারা ঠিক কাজ করেছে কারণ তারা সেই লোগোটাকে সরিয়ে সেখানে নেতাজি মূর্তি বসিয়েছে এটাই স্বাভাবিক । তৃণমূল পুলিশ প্রশাসন মস্তান গুন্ডারা আজকে মনীষীদের মূর্তি ছড়িয়ে সেখানে বিশ্ব বাংলা লোগো বসাচ্ছে। আগামী দিনে সাধারণ মানুষও এই বিশ্ব বাংলা লোগো সরিয়ে মনীষীদের মূর্তি বসাবে । আর তৃণমূল দলটা নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে এদের কোন সংগঠন বলে কিছু নেই

মালদা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান বিশ্ব বাংলা লোগোটাকে যেখানে আগে বসানো হয়েছিল সে জায়গাটা পরিষ্কার করে আবার সেখানে ভালোভাবে এই বিশ্ববাংলা লোগোটা লাগানো হবে । বিজেপির কথা বাদ দেন বিজয়পাটি একটা অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে এরা কোন উন্নয়নে থাকেনা এরা শুধু অভিযোগে থাকে। আমাদের মধ্যে গোষ্ঠী কোন দল নেই বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল জড়িত

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি' বিস্ফোরক শুভেন্দু | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc
Nipah Virus Update: করোনার থেকেও কেন ভয়ঙ্কর এই নিপা ভাইরাস? দেখুন কী বলছেন চিকিৎসকরা