Bagda By-election: লক্ষ লক্ষ টাকার মালকিন ঠাকুরবাড়ির মধুপর্ণা, জেনে নিন কী কী সম্পত্তি রয়েছে তৃণমূল প্রার্থীর

Published : Jun 22, 2024, 08:21 PM ISTUpdated : Jun 22, 2024, 09:20 PM IST
Madhuparna Thakur

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিধানসভার উপনির্বাচন ঘিরেও রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা দেখা যাচ্ছে।

মা মমতাবালা ঠাকুর সাংসদ। বাবা প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরও সাংসদ ছিলেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছেন বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তাঁর নিজেরও কিছু সম্পত্তি আছে। মনোনয়ন পেশ করার সময় মোট সম্পত্তির খতিয়ান দিয়েছেন মধুপর্ণা। তাঁর মোট সম্পত্তি প্রায় ৪০ লক্ষ টাকার। এর মধ্যে অস্থাবর সম্পত্তি ৬ লক্ষ ১৭ হাজার টাকার এবং স্থাবর সম্পত্তি ৩২ লক্ষ ৬২ হাজার ৮১০ টাকার। কোনও ঋণ নেই মধুপর্ণার। তাঁর গাড়ি আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়নি। হাতে খুব বেশি নগদ নেই বলেও জানিয়েছেন মধুপর্ণা।

কত টাকা আছে মধুপর্ণার?

ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর হাতে নগদ আছে ১০ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ৬ হাজার ৩ টাকা। বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থীর মোট ৮৯.৫৩ গ্রাম সোনা আছে। বর্তমান বাজারদর অনুযায়ী তিনি ৬ লক্ষ ৩০ হাজার টাকার কাছাকাছি সোনার মালিক।

প্রথমবার নির্বাচনের ময়দানে মধুপর্ণা

বাবা-মা সাংসদ হওয়ায় ছোটবেলা থেকেই বাড়িতে রাজনীতির পরিবেশ দেখেছেন মধুপর্ণা। ঠাকুরবাড়ির মেয়ে হওয়ায় তাঁর আলাদা পরিচিতিও আছে। তাঁর এখন বয়স ২৫ বছর। প্রথমবার নির্বাচনে লড়াই করছেন ঠাকুরবাড়ির মেয়ে। এমএসসি পড়ার পাশাপাশি সক্রিয় রাজনীতিও করছেন ঠাকুরবাড়ির মেয়ে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাগদা আসন উপহার দিতে চান মধুপর্ণা। তিনি জয়ের ব্যাপারে বিন্দুমাত্র সংশয়ে নেই। বিরোধী দলগুলির প্রার্থীরা লড়াই করতে পারবেন বলে দাবি করেছেন বাগদার তৃণমূল প্রার্থী। মনোনয়ন পেশ করার সময় পাশে ছিলেন মা-সহ দলীয় নেতা-কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন মধুপর্ণা। তিনি প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, প্রার্থী ঘোষণা করল শাসকদল তৃণমূল

রাজ্যে ফের ভোট! চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী? জানাল কমিশন

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
ছাড়বার পাত্র শুভেন্দু নন! মেসি কাণ্ডে বিরাট পদক্ষেপ নিলেন, নিজেই বললেন