
Siliguri News: ময়নাগুড়ির পর ফের শিলিগুড়িতে ঘটল এটিএম লুটের ঘটনা। অভিযোগ, টার্গেট করা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড় এলাকায়। বুধবার গভীর রাতে চক্রবদ্ধ ভাবে এই লুটপাট চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এটিএম চুরি করে ঠিক কত টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, তা এখনও স্পষ্ট নয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। চুরি হওয়া টাকার পরিমাণ নির্ধারণে ইতিমধ্যেই এটিএমের হিসাব খতিয়ে দেখতে শুরু করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুষ্কৃতীদের পরিকল্পনা ছিল অনেক আগেই করা এবং তাঁরা পেশাদার চক্রের সদস্য। এই ঘটনার পরই দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিকেও নজরে রাখা হচ্ছে বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এটিএম কাউন্টারটিতে রাতে নিরাপত্তার কোনও সঠিক ব্যবস্থা ছিল না। নাইট গার্ডও ছিল না বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ জুড়ে লাগাতার এটিএম লুটের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। ব্যাংকগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
অন্যদিকে, সম্পত্তি নিয়ে দুই জায়ে বিবাদ,অগ্নিদগ্ধ বড় বৌ! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। অভিযুক্ত ছোটো বৌকে আটক করেছে পুলিশ। চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া বেলতলা বাজার এলাকার ঘটনা।
জানা গিয়েছে,, মীনাদেবী চৌধুরী নামে এক প্রৌঢ়া অগ্নিদগ্ধ হয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। প্রৌঢ়ার স্বামী রামবাবু চৌধুরী জানান, তিনি সে সময় দোকানে কাজ করছিলেন।স্থানীয় লোকজন তাকে খবর দেন স্ত্রীর গায়ে আগুন লেগেছে। ছোটো ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত। কীভাবে আগুন লাগল বলতে পারব না, বলেন তিনি।
প্রৌঢ়ার মেয়ে নিশা চৌধুরীর অভিযোগ, কাকিমা মাকে আগুন লাগিয়ে দিয়েছে। মা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় বলেছে। মায়ের সঙ্গে কাকিমা রোজ অশান্তি করত। অভিযুক্ত বিন্দু চৌধুরী বলেন, ‘’সম্পত্তি নিয়ে ঝগড়া চলছে অনেক দিন ধরে। এর আগেও বড় জা অনেক বার আত্মহত্যার চেষ্টা করে।ভয় দেখানোর জন্য।আজও নিজেই গায়ে আগুন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পরে।আমরা কিছুই করিনি।'' পুলিশ বিন্দুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।