পরিযায়ী শ্রমিকের নামে কোটি টাকার লোন তোলার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Published : Oct 18, 2025, 12:05 PM IST
Cyber Fraud (Representative photo)

সংক্ষিপ্ত

Nadia Crime News: পরি্যায়ী শ্রমিককে ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টার অভিযোগ। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nadia Crime News: পরিযায়ী শ্রমিকের নামে ১ কোটি ৪০ লক্ষ টাকার লোনের চেষ্টা! তৃণমূল ও সিপিএম নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের কৃষিপল্লী এলাকার ঘটনা। এক পরিযায়ী শ্রমিকের নামে ১ কোটি ৪০ লক্ষ টাকার লোন করানোর চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য বুদ্ধিস্বর গোলদার এবং সিপিএম নেতা কৃষ্ণকান্ত দাসের বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছে ওই পরিযায়ী শ্রমিকের সঙ্গে? 

অভিযোগ, কৃষিপল্লীর বাসিন্দা লক্ষণ দেবনাথ দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি বাড়ি ফেরার পর থেকেই স্থানীয় ওই দুই রাজনৈতিক নেতা তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আধার, ভোটারসহ একাধিক নথি হাতিয়ে নেন। এরপর লক্ষণের নামে ১ কোটি ৪০ লক্ষ টাকার লোন করানোর পরিকল্পনায় তাকে বারবার ব্ল্যাকমেইল ও টাকার লোভ দেখানো হয়—কখনও ৩০ লক্ষ, কখনও ৪০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ।

লক্ষণ দেবনাথের দাবি, তিনি রাজি না হওয়ায় তাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। আরও অভিযোগ, একটি বেসরকারি ব্যাংকের সহায়তায় তার নামে গোপনে একটি অ্যাকাউন্টও খোলা হয়, যেখানে ব্যাংকের এক আধিকারিকের যোগসাজশের কথাও তুলেছেন তিনি। বিষয়টি বুঝতে পেরে লক্ষণ দেবনাথ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা বুদ্ধিস্বর গোলদার ও সিপিএম নেতা কৃষ্ণকান্ত দাস দাবি করেছেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পাল্টা লক্ষণ দেবনাথের বিরুদ্ধেও অভিযোগ করেছেন সিপিএম নেতা। ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে কটাক্ষের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অপরদিকে তৃণমূলের বক্তব্য, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য