News Round Up: দীপাবলির আগে তৃণমূলের ঘরে শোভন থেকে শুরু করে ভারতের অস্ট্রেলিয়া সফর, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Oct 17, 2025, 08:27 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. অবশেষে সাত বছর পর তৃণমূল কংগ্রেসে ফের যোগ দিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন তিনি। তারপর থেকেই অবশ্য চলছিল কানাঘুঁষো। অবশেষে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে এলো আসল রহস্য। তৃণমূল সরকারের নতুন দায়িত্বে এবার শোভন চট্টোপাধ্যায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….  

সাতবছর পরও শোভনেই ভরসা, দীপাবলির আগেই তৃণমূলের নতুন দায়িত্বে প্রাক্তন মেয়র

২. গুজরাটে রাজনৈতিক পালাবদল! হর্ষ সাংভি উপমুখ্যমন্ত্রী। রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবাও গুজরাট মন্ত্রিসভায়। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া আচমকা মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন সমস্ত মন্ত্রীরা। তখনই অনুমান করা হয়েছিল যে, বিধানসভা ভোটের আগে ঢেলে সাজতে চলেছে গুজরাট সরকারের মন্ত্রিসভা। সেইমতো শুক্রবার দুপুরে গুজরাটের গান্ধীনগরে রাজভবনে মোট ২৫ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিলেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….

বদলে গেল ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রিসভা, হর্ষ সাংভি থেকে রিভাবা জাডেজা, কে কোন দায়িত্ব পেলেন?

৩.  বিহারের পর বাংলায় শুরু হতে চলেছে এসআইআর (SIR)। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে প্রয়োজন বেশ কিছু নথি। মূলত যারা মৃত ভোটার, যাঁদের বাসস্থান পরিবর্তন হয়েছে, যেসময় ভোটারদের দুই জায়গায় নামের তালিকা আছে তাদের এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….

শীঘ্রই শুরু হচ্ছে SIR, সঙ্গে রাখুন এই কয়টি নথি, কিছুতেই বাদ যাবে না আপনার নাম

৪. পাক-আফগান সীমান্তে ফের আত্মঘাতী হামলা। দুই দেশের সংঘর্ষ বিরতির মাঝেই আত্মঘাতী হামলায় প্রাণ হারালেন সাতজন পাক সৈন্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের আফগান সীমান্ত এলাকার খাইবার পাখতুনখোয়ায় উত্তর ওয়াজিরিস্তানে। সূত্রের খবর, ওই এলাকায় অবস্থিত পাক সেনা ক্যাম্পে এই আত্মঘাতী হামলা চালানো হয়। ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারান সাতজন সেনা জওয়ান ও আহত অন্তত ১৩ জন সৈন্য। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….

পাক-আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী বোমা হামলার অভিযোগ, নিহত ৭ জওয়ান

৫. এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের কোনও ক্রিকেটার পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। কিন্তু অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) গিয়ে এক পাকিস্তানি অনুরাগীকে অটোগ্রাফ দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, হোটেল থেকে বেরিয়ে অনুশীলনে যাওয়ার জন্য টিম বাসে ওঠার সময় বিরাটকে ডাকেন এই পাকিস্তানি অনুরাগী। তাঁর ডাকে সাড়া দিয়ে বাসে ওঠার দরজার সামনে কিট ব্যাগ রেখে এগিয়ে যান বিরাট। তিনি প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জার্সিতে অটোগ্রাফ দেন। এরপর তাঁর দিকে ভারতীয় দলের (Team India) জার্সি এগিয়ে দেন ওই পাকিস্তানি অনুরাগী। সেই জার্সিতেও অটোগ্রাফ দেন বিরাট। তাঁর সতীর্থ রোহিত শর্মাও (Rohit Sharma) পাকিস্তানি অনুরাগীর অনুরোধে সাড়া দিয়ে ভারতীয় দলের জার্সিতে অটোগ্রাফ দেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….

ভারতের অস্ট্রেলিয়া সফর: পাকিস্তানি অনুরাগীর ভারতীয় জার্সিতে অটোগ্রাফ বিরাটের, ভাইরাল ভিডিও

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য