পাথর ব্যবসায়ীদের থেকে বেআইনি রাজস্ব আদায়ের অভিযোগ, তোলাবাজির টাকা দিতে না চাওয়ায় উত্তপ্ত রামপুরহাট

ভাদু শেখের মৃত্যুর থেকে বন্ধ ছিল বেআইনি রাজস্ব আদায়ে বন্ধ ছিল রামপুরহাটে। কিন্তু ১ জানুয়ারি থেকে বেআইনি রাজস্ব আদায় নতুন করে শুরু হয়। তাতেই গররাজি পাথর ব্যবসায়ীরা।

ফের রাজস্ব আদায়ের নামে তোলাবাজি নিয়ে উত্তপ্ত রামপুরহাট। এনিয়ে তোলা আদায়কারীদের সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতি পর্যন্ত বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বীরভূম জেলার পাথর শিল্পাঞ্চলে ছয় জায়গায় রাজস্ব আদায়ের নামে টোল গেট রয়েছে। ওই গেট গুলিতে সরকারিভাবে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীদের রাজস্ব আদায়ের নিয়ম। কিন্তু সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর তৃণমূল কর্মীরা জোর করে মোটা অঙ্কের টাকা আদায় করে চলছিল বলে অিযোগ ওঠে। ২১ মার্চ তৃণমূলের ভাদু শেখের খুনের পর কিছু দিন বহিরাগত দিয়ে রাজস্ব আদায় বন্ধ ছিল। ১ জানুয়ারি থেকে ফের সেই তোলাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ।

Latest Videos

এরই প্রতিবাদে বুধবার বিকেল থেকে রামপুরহাট ঝনঝনিয়া বাইপাস রাস্তায় গেটের সামনে বিক্ষোভ দেখান পাথর ব্যবসায়ী থেকে লরি মালিকেরা। তাদের দাবি অবৈধভাবে টোল আদায় করছে কিছু সমাজবিরোধী। তৃণমূলের ছত্রছায়ায় থাকায় পুলিশও তাদের মদত দিচ্ছে। পাথরব্যবসায়ী এবং লরি মালিকদের আন্দোলনের জেরে এদিন বিকেল থেকে তোলা আদায় বন্ধ হয়ে যায়। পাথর ব্যবসায়ী মহম্মদ আজিজ বলেন, 'এখানে রাজস্ব আদায়ের নামে কিছু মানুষ নকল চালান দিয়ে মোটা অঙ্কের তোলা তুলছে। তাছাড়া এটা রাজস্ব আদায়ের গেট নয়, এটা ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট) গেট। কিন্তু এখানে ভূমি রাজস্ব আধিকারিকদের বসিয়ে রেখে তোলাবাজি করা হচ্ছে। আমরা এই তোলাবাজি মানব না'। একই বক্তব্য মহম্মদ হুমায়ূন কবিরের। তিনি বলেন, 'আমার লরিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাথর নিয়ে যায়। আগে সরকারিভাবে ডিসিআর কাটা হত। কিন্তু এখানে ডিসিআরের নামে তোলা তুলছে কিছু লোক। টন পিছু দুশো টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু যে চালান দেওয়া হচ্ছে সেটা মুদিখানার রশিদ। কারন ওই চালান অন্য জেলা মানতে চাইছে না। ফলে সেখানেও ফাইন দিতে হচ্ছে। আমরা এভাবে তোলাবাজি করতে দেব না'।

 

ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মী বিমল দাস বলেন, 'আমাদের অফিস থেকে এখানে পাঠানো হয়েছে। আমরা চুপচাপ বসে রয়েছি। ডিসিআর কাটছে কিছু বহিরাগত লোকজন। এখানে আমাদের কিছু করার নেই'।

আরও পড়ুনঃ

'গঙ্গা সাগর নিয়ে জিজ্ঞাসা করুন', বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া নিয়ে প্রশ্নের উত্তরে বললেন মমতা

DJ বাজানোর প্রতিবাদ, মালদায় বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেস নেতাকে

প্রভাবশালী তত্ত্বে জামিনের আবেদেন খারিজ অনুব্রত মণ্ডলের, আপাতত থাকতে হবে কারাগারে

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today