Cyber Crime: সরকারি শিক্ষা পোর্টাল হ্যাক! ট্যাব কেনার টাকা গায়েব ৭০ জন পড়য়ার

পূর্ব মেদিনীপুরের ৭৮ হাজার পড়ুয়াকে ট্যাব কিনতে ১০ হাজার করে টাক দিয়েছিল রাজ্য সরকার। টাকা পায়নি ৭০ জন।

 

পূর্ব মেদিপুরের ছাত্র-ছাত্রীদের সরকারি ট্যাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। সরকারি শিক্ষা পোর্টাল হ্যাক করেই দুষ্কৃতী সরকারি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। সরকারি শিক্ষা পোর্টাল হ্যাক করে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সরিয়ে দিয়ে সেখনে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিল। তাতেই টাকা পায়নি প্রায় ৭০ জন পড়ুয়া।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের ৭৮ হাজার পড়ুয়াকে ট্যাব কিনতে ১০ হাজার করে টাক দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু চারটি স্কুলে ৭০ জন সেই টাকা পায়নি বলে অভিযোগ। পড়ুয়ারা স্কুলে দ্বারস্থ হয়েছিল। স্কুলের তরফে প্রথমে জানান হয় ব্যাঙ্কে টাকা ঢুকে গিয়েছে। কিন্তু পড়ুয়ারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে টাকা ঢোকেনি। তারপরই স্কুল কর্তৃপক্ষ সবকিছু খোঁজ খবর করতে শুরু করে। তাতেই সামনে আসে এই প্রতারণা।

Latest Videos

পূর্ব মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র বলেন, সরকারকে জানানো হয়েছে বিষয়টি। নবান্ন সূত্রের খবর, এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, প্রতারকদের অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্লক করা হয়েছে।

এই কাজের সঙ্গে যুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও জানান হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে এই কাজের সঙ্গে যুক্ত শিক্ষকরা জানিয়েছেন তাদের পক্ষে আগে থেকে পোর্টালে ঢুকে সকলের নাম ও অ্যাকাউন্ট চেক করা সম্ভব নয়। অ্যাকাউন্টের ডিটেলস না মিললে সরকারের তরফে টাকা ট্রান্সফার হওয়ার কথা নয়। পুজোর আগেই ট্যাব কেনার জন্য রাজ্য সরকার ১০ হাজার টাকা করে পডু়য়াদের দিয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari