
হ্যাঁ, এবার এইরমই ঘটনা ঘটেছে। কার্যত, বিস্ফোরক অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলায় ট্যাবের টাকা না পাওয়ার পর এবার, তমলুক শহরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ তুললেন এলাকার মহিলারা।
এবার প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন তারা। আর এরপরেই দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সুখবর দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ডিসেম্বর থেকে আরও বেশি মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানিয়েছিলেন তিনি। জানা গেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে যুক্ত করা হয়েছে।
তার জন্য প্রতিবছর অতিরিক্ত ৬২৫ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। সব যোগ করে সংখ্যাটা দাঁড়াবে ২ কোটি ২১ লক্ষ। পয়লা ডিসেম্বর থেকে তা দেওয়া শুরু হবে।
এমনকি, মমতা এও বলেন যে, লক্ষ্মীর ভান্ডার বাংলার একটি অমূল্য সম্পদ। 'সরাসরি মুখ্যমন্ত্রী' প্রকল্পে মোট ২৪ হাজারের মতো আবেদন এসেছিল। অন্যদিকে, আবার দুয়ারে সরকারের মাধ্যমেও বেশ কিছু আবেদন এসেছিল বলে তিনি জানান। ফলে, সেইসব মিলিয়ে আগামী ডিসেম্বর মাসে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে নতুন করে এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে।
কিন্তু এইসবকিছুর মাঝে বিপত্তি তৈরি হয়েছে তমলুকে। সেখানে কার্যত, বিস্ফোরক অভিযোগ উঠেছে। সেখানকার একাধিক মহিলা অভিযোগ করেছেন, তাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসেইনি। পুরো টাকাই গায়েব বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।