আরজি.কর মামলার মোড় ঘোরাতে চাইছেন সন্দীপ ঘোষ? প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ

Published : Jul 30, 2025, 11:45 AM IST
Dr Sandip Ghosh

সংক্ষিপ্ত

RG Kar Scam Hearing: আরজি কর আর্থিক দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড়। এবার হাসপাতালের প্রাক্তন ডেপুটি আখতার আলির বিরুদ্ধে অভিযোগ উঠল দুর্নীতির। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

RG Kar Scam Hearing: আরজি কর জুনিয়র ডাক্তার হত্যাকাণ্ডে নয়া মোড়। হাসপাতালে আর্থিক দুর্নীতি নিয়ে এবার আদালতে নয়া তথ্য পেশ করল অভিযুক্ত সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। জানা গিয়েছে, চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডের মামলার পাশাপাশি আলিপুর আদালতে চলছে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার শুনানি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান যে, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি সন্দীপ ঘোষের আগে থেকেই হচ্ছে। আখতার আলি হাসপাতালের ডেপুটি সুপার পদে থাকার সময় থেকেই আরজি করে চলছে বেআইনি কার্যকলাপ।

সূত্রের খবর, আরজি কর হাসপাতালে গত বছর ৯ অগাস্ট পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডের আগে থেকেই হাসপাতালে নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলি। তার অভিযোগের আঙুল ছিল মূলত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এরপর আরজিকর মামলার তদন্তভার হাতে তুলে নেয় সিবিআই। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই রয়েছে হাসপাতালের বেআইনি কার্ষকলাপ এবং দুর্নীতির তদন্তভারও।

জানা গিয়েছে, এবার সেই মামলাতেই কার্যত মোড় ঘোরানোর চেষ্টা করলেন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। এদিকে এতদিন যে আখতার আলি দুর্নীতির অভিযোগ তুলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবার পাল্টা সন্দীপের আইনজীবীর মুখে উঠে এলো তার নাম। এদিকে মঙ্গলবার থেকেই আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে আরজি কর মামলার সাক্ষ্যগ্রহন পর্ব। প্রথম দিন স্বাস্থ্যভবনের এক কর্তা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

এদিন আদালতে সন্দীপের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত সাক্ষীর কাছে জানতে চান যে, আখতার আলির কার্যকালের সময় আরজি করের একাধিক দুর্নীতির ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল কীনা? এই প্রশ্নের জবাবে সাক্ষী আদালতে জানান, ''যতদূর মনে পড়ছে ভিজিল্যান্স কমিটি গঠন করা হয়েছিল।''

উল্লেখ্য, এই স্বাস্থ্য কর্তাই টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে বেনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। শুধু তাই নয়, সন্দীপের আইনজীবী ওই স্বাস্থ্য কর্তার কাছে আরও জানতে চান যে, সন্দীপের সময়কালের আগে আরজি কর হাসপাতালের অধীনে থাকা বিভিন্ন হোস্টেলে আখতার আলির সহায়তায় আনঅথরাইজ ভেন্ডর ক্যান্টিং ছিল? যদিও এই বিষয়ে স্বাস্থ্য কর্তার কৌশলি জবাব তিনি এই বিষয়ে কিছু জানেন না। এদিকে আরজি কর মামলার সাক্ষ্যগ্রহন পর্বে প্রথম থেকেই আখতার আলিকে নিয়ে সরব হয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?