'৫ দিনের মধ্যে গুলিতে ঝাঁঝরা করব', ভোট মিটতেই অর্জুন সিংকে খুনের হুমকি

হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পেয়েছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে তা জানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি ২৯ মে অর্থাৎ পাঁচ দিনের মধ্যেই তাঁকে খুন করা হবে

 

Saborni Mitra | Published : May 24, 2024 12:38 PM IST / Updated: May 24 2024, 06:46 PM IST

ভোট মিটলেও শান্তি নেই বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর মনে। ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং। সোশ্যাল মিডিয়ায় তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ অর্জুন সিং-এর। সেই নিয়ে তিনি ইতিমধ্যেই রিপোর্ট করেছেন বলেও জানিয়েছেন। তবে এই হুমকিকে তিনি তেমন আমল দিতে নারাজ। তাঁর অভিযোগের তীর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিকে।

হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পেয়েছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে তা জানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি ২৯ মে অর্থাৎ পাঁচ দিনের মধ্যেই তাঁকে খুন করা হবে। এমনই একটি ভয়েস ম্যাসেজ পেয়েছেন বাহুবলী নেতা আর্জুন সিং। এক্স হ্যান্ডেলে অডিও ক্লিপটি পোস্ট করে অর্জুন সিং বলেছেন, 'ভয়েস মেসেজ ও ছবি পাঠিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। লোকটির ধৃষ্টতা সহজেই বুঝতে পারবেন।' তিনি গোটা ঘটনার রিপোর্ট করিয়েছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান অবস্থা নিয়ে কটাক্ষ করেছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে গোটা বিষয়টির ওপর নজর দেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টিও আকর্ষণ করেছেন।

 

 

অডিও ক্লিপটিতে হিন্দিতে কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'অর্জুন সিং পারলে ২৯ তারিখ পর্যন্ত বেঁচে দেখাও। সবার মাঝে তোমাকে গুলি করে মারব।' বিষয়টি সাংবাদিক বৈঠক করেন অর্জুন সিং। তিনি বলেন, 'তৃণমূল কী না করবে। দেখতে থাকুন। তৃণমূলের পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও মমতা বন্দ্যোপাধ্য়ায় সব পারেন। কিন্তু আমাকে বলে মারাটা খুব কঠিন। এমনি মারতে পারবেন।' অর্জুন সিং আরও জানিয়েছেন, যে তাঁকে ফোন করে খুনের হুমকি দিয়েছে তার নাম নিকেতন বর্মা। ডাক নাম ছোট্টু। বাবার নাম অনুপ বর্মা। তারা মাদক বিক্রির দায়ে অভিযুক্ত বলেও জানিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং।

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৩ জুন রবিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
হিংসা অব্যাহত! থানায় অভিযোগ জানানোর পর এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে
MD Selim CPIM | ভোট প্রচারে TMC-এর বিরুদ্ধে বিস্ফোরক সেলিম, কি বললেন!
Suvendu Adhikari : 'বাংলায় জঙ্গিদের সরকার চলছে, খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে' বিস্ফোরক শুভেন্দু
Barasat News Today : মাষ্টারমাইন্ড! ভাইপো খুনে গ্রেফতার জেঠু আঞ্জিব! পুনর্নির্মাণ বারাসাত পুলিশের