ভোটের আগেই উদ্ধার বিপুল পরিমাণ ভোটার কার্ড, নদীয়ায় তুঙ্গে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা

Published : Oct 25, 2025, 12:44 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nadia News: ভোটের আগেই সন্দেহজনক ভাবে উদ্ধার বিপুল সংখ্যক ভোটার কার্ড! কোথা থেকে এলো এত পরিমাণ কার্ড? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nadia News: কল্যাণীতে উদ্ধার দুই শতাধিক ভোটার কার্ড। রহস্যে ঘেরা ঘটনার তদন্তে পুলিশ। নদীয়ার কল্যাণী থানার মাঝেরচর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় উদ্ধার প্রায় আড়াই শতাধিক ভোটার কার্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক ভবঘুরের কাছ থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি খুলতেই দেখা যায়, ভেতরে রয়েছে বিপুল সংখ্যক ভোটার কার্ড।

ঠিক কী ঘটেছে? 

মোট প্রায় ২৫০টি ভোটার কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলির বেশিরভাগই কল্যানী ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের নামে। পুলিশ ব্যাগ সহ সমস্ত কার্ড থানায় নিয়ে গিয়ে পরীক্ষা শুরু করেছে। কার্ডগুলির উৎস ও এত সংখ্যক কার্ড একত্রে কার কাছে, কী উদ্দেশ্যে এল—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনী মরসুম সামনে রেখে এই বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধারে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। ঘটনার পেছনে কোনও বড় চক্র সক্রিয় কি না, তা জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, নদীয়ার ভারত–বাংলাদেশ সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টায় ধরা পড়ল এক বাংলাদেশি নাবালক। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার ভাটুপাড়া এলাকায়। ৫৬ নম্বর ব্যাটেলিয়নের ভাটুপাড়া বিওপি সীমান্ত পোস্টের কাছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় ওই নাবালককে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর নির্ধারিত প্রক্রিয়া মেনে তাকে তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা সম্পর্কে কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, “বিএসএফের তৎপরতায় বাংলাদেশি এক নাবালককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ধৃত নাবালককে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?