বিদেশে বসেই শান্তিনিকেতনের প্রতীচীর বাড়িতে এসআইআর-ভোটার শুনানি, কী কী নথি জমা দিলেন অমর্ত্য সেন?

Published : Jan 16, 2026, 05:24 PM IST
Visva Bharati University tells Amartya Sen to vacate 13 decimals of land by May 6 bsm

সংক্ষিপ্ত

Amartya Sen On SIR Hearing: বিদেশে থাকলেও বাড়িতেই এসআইআর-ভোটার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। কী কী লাগল এসআইআর শুনানিতে? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Amartya Sen On SIR Hearing: রাজ্যজুড়ে চলছে এসআইআর-ভোটার শুনানির শেষ পর্বের কাজ। ভোটার শুনানিতে বর্ষীয়ান নোবেল জয়ী অমর্ত্য সেনকে কমিশনের নোটিস নিয়ে কম তরজা হয়নি। তার মধ্যে এবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়িতে বসানো হল এসআইআর ভোটার শুনানি। সূত্রের খবর, শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার শুনানি শুরু হয়। সেখানে উপস্থিত হন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তানিয়া রায়। এছাড়াও বুথ স্তরের আধিকারিক (বিএলও) সোমব্রত মুখোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিক সন্দীপন চক্রবর্তী।

অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর-ভোটার শুনানি

জানা গিয়েছে, আজকের এই শুনানি প্রক্রিয়ায় অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন এবং প্রতীচী বাড়ির দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন।

উল্লেখ্য, এই মুহূর্তে অমর্ত্য সেন শান্তিনিকেতনে উপস্থিত নেই। তিনি বর্তমানে আমেরিকার বোস্টন শহরে রয়েছেন। তবে ই-মেলের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট সমস্ত নথি আগেই পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।  নোবেলজয়ী ও ভারতরত্ন প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এসআইআর (SIR) হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই হেয়ারিংয়ে অমর্ত্য সেনের পরিবারের সদস্য ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে একাধিক নথি চাওয়া হয়।

আরও জানা গিয়েছে, অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তাঁর মামাতো ভাই শান্তভানু সেনের কাছ থেকে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি, তাঁর মায়ের ডেথ সার্টিফিকেট এবং অমর্ত্য সেনের আধার কার্ড জমা নেওয়া হয়েছে।

এছাড়াও নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান, অমর্ত্য সেনকে যে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল, সেই সার্টিফিকেটটি দেওয়া সম্ভব কি না। তবে ওই সার্টিফিকেটটি নির্বাচন কমিশনের আধিকারিকরা সঙ্গে করে নিয়ে যাননি। এই বিষয়ে অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এই তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ২০২৬-এ মাধ্যমিক (ক্লাস X) পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না—এই মর্মে স্পষ্ট সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ECI)। বুধবারই এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাত পোহালেই মালদহে মোদী, তার আগেই ব্যানার ছিঁড়ে সাফ! কাঠগড়ায় তৃণমূল | BJP Malda News | TMC | PM Modi
BJP Malda : রাত পোহালেই মালদহে মোদী, তার আগেই ব্যানার ছিঁড়ে সাফ! কাঠগড়ায় তৃণমূল