WB Weather Update: অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই, আগাম বর্ষা! জানুন কবে কোথায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Published : May 12, 2025, 07:12 AM ISTUpdated : May 12, 2025, 07:17 AM IST

উত্তর বাংলাদেশ ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগাম বর্ষা ঢুকবে ভারতে। আন্দামানে ৪/৫ দিনের মধ্যেই মৌসুমী বায়ু। কলকাতায় তীব্র গরম অব্যাহত, তবে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা।

PREV
110

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

210

যারফলে এবছর আগাম বর্ষা ঢুকবে ভারতে। শুধু তাই নয়, আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

310

আজ কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেট এর মধ্যে থাকবে। যার জেরে সকাল থেকেই সকাল থেকেই তীব্র রোদের দাপট সেই সঙ্গে অস্বস্তিকর গরম থাকবে।

410

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত গরমের জন্য অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যারফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে। আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

510

তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে।

610

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে- আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

710

বুধবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির দিয়েছে আবহাওয়া দফতর ।

810

সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে।

910

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে (West Bengal Weather Update)।

1010

ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা, হুগলী, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।

click me!

Recommended Stories