Summer Vacation 2025: লম্বা গরমের ছুটি এবার শেষের পথে, কবে স্কুল খুলবে জানাল রাজ্য সরকার

Published : May 11, 2025, 05:13 PM IST

Summer Vacation 2025: স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছিল গত ৩০ এপ্রিল থেকে। সাধরণত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে মে মাসের মাঝামাঝি সময়। 

PREV
112
লম্বা গরমের ছুটি

অন্যান্যবারের থেকে এবার স্কুলগুলিতে গরমের ছুটি অনেকটাই বেশি।

212
এসএসসি-র রায়ের পরই ছুটি

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা স্কুল গুলির গরমের ছুটির কথা ঘোষণা করেছিলেন।

312
ছুটি পড়েছিল

স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছিল গত ৩০ এপ্রিল থেকে। সাধরণত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে মে মাসের মাঝামাঝি সময়।

412
১১ দিন ছুটি থাকে

সাধারণত গরমের ছুটি থাকে ১১ দিন। কিন্তু এবার লম্বা গরমের ছুটি।

512
গোটা মে মাসই বন্ধ স্কুল

রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার গোটা মে মাসই বন্ধ থাকবে স্কুল।

612
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ জারি করেছে। সেখানেই আগামী ৩১ মে পর্যন্ত ছুটি বাড়ান হয়েছে। ১ জুন রবিবার। তাই স্কুল খুলবে সোমবার।

712
গরমের কারণে ছুটি

এসএসসি নিয়োগ দুর্নীতির রায় ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন রাজ্যজুড়ে প্রবল গরম আর তাপপ্রবাহের কারণেই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল রাজ্য সরকার।

812
যুদ্ধের আবহে ছুটি বাতিল

যুদ্ধের আবহে রাজ্য সরকার রাজ্যের সব সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে। কিন্তু স্কুলগুলির ছুটি বৃদ্ধি করা হয়েছে।

912
বেসরকারি স্কুলের কী অবস্থা

রাজ্যের সরকারি স্কুল আর সরকার পোষিত স্কুলগুলি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু বেসরকারি স্কুল নিয়ে কোনও নির্দেশ দেয়নি। তবে আবেদন করেছেন।

1012
মমতার আবেদন

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্য়ায় আবেদন করেন, রাজ্য় সরকারের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি শুরু হয়েছে। আমি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেও অনুরোধ করব। এই জন্য কোনও লিখিত নির্দেশিকা পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন থাকবে। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল যেগুলি রয়েছে.. কাল বাদে পরশু রবীন্দ্র জয়ন্তী। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তী থেকে যদি করে দেন ভাল হয়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকে পড়াশোনা করুক।

1112
রাজ্যের ছুটি নিয়ে উষ্মা প্রকাশ

রাজ্য সরকারের এই লম্বা গরমের ছুটি নিয়ে শিক্ষাবিদরা অনেকেই উষ্মা প্রকাশ করেছেন।

1212
কয়েক বছরই গরমের ছুটি বাড়ছে

তবে শুধুমাত্র এই বছরই নয়, গত কয়েক বছর ধরেই গরমের ছুটি ক্রমশই লম্বা হচ্ছে। রাজ্যে প্রবল গরম আর তাপপ্রবাহের জন্যই ছুটি বাড়ান হচ্ছে। অনেক স্কুল আবার মর্নিং করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories