- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: আর ঠিক কতদিন চলবে তাপপ্রবাহ আর অস্বস্তিকর গরম? বৃষ্টি নিয়ে বড় আপডেট
Weather Update: আর ঠিক কতদিন চলবে তাপপ্রবাহ আর অস্বস্তিকর গরম? বৃষ্টি নিয়ে বড় আপডেট
Weather update: কলকাতায় তপমাত্রার পারদ উর্ধ্বমুখী। শুক্রবার সকালের তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিনের সর্বোচ্চ তাপম্তার ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস।

প্রবল গরম
বৈশাখেই প্রবল গরমে দিশেহারা কলকাতা -সহ দক্ষিণবঙ্গ। তাপমাত্রা ক্রমশই উর্ধ্বমুখী।
কলকাতার তাপমাত্রা
কলকাতায় তপমাত্রার পারদ উর্ধ্বমুখী। শুক্রবার সকালের তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিনের সর্বোচ্চ তাপম্তার ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস।
বৃষ্টির পূর্বাভাস
কলকাতায় আপাতত আগামী তিন থেকে চার দিন বৃষ্টির কোনও পূর্বভাস নেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের সতর্কতা
বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।
শুক্রবার থেকে সোমবারের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় অস্বস্তিকর গরম থাকবে।
তাপপ্রবাহের সতর্কতা
তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তবে এর মধ্যেই নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।
বিক্ষিপ্ত বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলিতে আগামী রবিবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ের পূর্বাভাস
বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোমবার থেকে গরম কমবে
সপ্তাহের শেষ দুইদিন অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করতে হবে। তবে সোমবার থেকে গরম কিছুটা হলেও কমবে।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে। তারপরের চারদিন তেমন কোনও পরিবর্তন হবে না তাপমাত্রার।
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে তাপপ্রবাহ
ক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার ও রবিবার। বাকি জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা।

