
এখনও কাটেনি SSC-র জট। চলছে একের পর এক মামলা। উঁচু ক্লাসে না পড়িয়ে শুধু অভিজ্ঞতার জন্য ১০ নম্বর? নবম-দশম ক্লাসে শিক্ষকতা করা প্রার্থীদের একাদশ ও দ্বাদশের জন্য কেন ১০ নম্বর? এই মর্মে মঙ্গলবারই দায়ের হয়েছিল মামলা। মামলাকারীর আবেদনের গুরুত্ব বুঝে সেই মামলা গ্রহণ করে বিচারপতি অমৃতা সিনহা। আজ হবে তার শুনানি। নবম দশমের শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ দ্বাদশের পরীক্ষায় অভিজ্ঞকার জন্য কেন ১০ নম্বর পাবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। কীসের অভিজ্ঞতা- এই বিষয় চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয়।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগ ও আইনি জটিলতার মাঝেই আজ হবে শুনানি। বিশেষ করে এসএসসির ১০ নম্বর বা টিচিং এক্সপেরিয়েন্স সংক্রান্ত মামলাটি আজ আদালতের উঠবে।
গত কয়েকদিন ধরেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসএসসি-র ১০ নম্বর মামলার শুনানি চলছে। কমিশনের বিজ্ঞপ্তিতেই ১০ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। যাকে ঘিরে রয়েছে একাধিক প্রশ্ন। এই শুনানিতে সওয়াল পর্বে সেই প্রশ্নই তুলে ধরা হয়।
প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্ব এসএসসি-তে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ৭ নভেম্বর ফল প্রকাশিত হয়। তবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যত ঝুলে আছে কমিশনের অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলার রায়ের ওপর।
এদিকে প্রশ্নের ভুল সংক্রান্ত অন্য মামলাও চলছে। অভিযোগ এডুকেশনে ২টো , ইতিহাসে ১টি এবং ভূগোলে ৩টি প্রশ্ন ভুল ছিল। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও প্রশ্নে ভুল সংক্রান্ত মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা এখনই কার্যকর হবে না।