Local Train: বড়গাছিয়ায় প্যান্টোগ্রাফে জড়িয়ে ওভারহেড তার, ৩ ঘণ্টা বন্ধ আমতা লোকাল, ভোগান্তি যাত্রীদের

Published : Jul 01, 2024, 10:30 AM ISTUpdated : Jul 01, 2024, 11:00 AM IST
Local Train Girl Kidnapped Case

সংক্ষিপ্ত

দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ নিত্যদিনের ঘটনা। এরই মধ্যে সোমবার সকালে আমতা-হাওড়া শাখায় যে ঘটনা ঘটল, তাতে যাত্রীদের দুর্ভোগ বাড়ল।

সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার ভোরবেলা কাজে বেরিয়ে চরম ভোগান্তির শিকার হতে হল দক্ষিণ-পূর্ব রেলের আমতা-হাওড়া শাখার যাত্রীদের। হাওড়ার বড়গাছিয়া স্টেশনে প্যান্টোগ্রাফের সঙ্গে ওভারহেড তার জড়িয়ে বিপত্তি ঘটল। এর জেরে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল। আমতা-হাওড়া শাখায় সাঁতরাগাছি স্টেশনের আগে পর্যন্ত অন্য কোনও যাত্রীবাহী ট্রেন পাওয়া যায় না। ফলে চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সকাল ৬টা বেজে ৫ মিনিটে শুরু হয় ভোগান্তি। ট্রেনের সমস্যা মেটে সকাল ৯টা নাগাদ। ততক্ষণে আটকে থাকা ট্রেনের সব যাত্রীকেই অন্য পথ বেছে নিতে হয়েছে।

সোমবার সকালে দুর্ভোগ

যে কোনও সোমবার সকালেই দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনগুলিতে মারাত্মক ভিড় থাকে। আমতা-হাওড়া লোকাল ট্রেনও এর ব্যতিক্রম নয়। এই সোমবার সকালেও আমতা-হাওড়া লোকালে ভিড় ছিল। সকালে নানা কাজে বেরিয়েছিলেন বহু মানুষ। কিন্তু ঠিক সময়ে কাজে পৌঁছনো তো হলই না, উল্টে সমস্যায় পড়তে হল তাঁদের। বড়গাছিয়া স্টেশন থেকে বেরিয়ে বাস বা অন্য কোনও যানবাহনের ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করতে গিয়েও অনেকে সমস্যায় পড়েন।

একাধিক লোকাল ট্রেন বাতিল

দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়গাছিয়া স্টেশনে এই বিপত্তি ঘটার পর দ্রুত সেখানে যান আধিকারিকরা। তাঁরা যত দ্রুত সম্ভব সমস্যা মেটানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যায়। এই ঘটনার জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে যাত্রীদের সমস্যা বেড়েছে। বড়গাছিয়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত বিভিন্ন স্টেশনে আমতা লোকালের অপেক্ষায় ছিলেন বহু যাত্রী। ট্রেন না পেয়ে তাঁদেরও সমস্যায় পড়তে হয়। সপ্তাহের প্রথম কাজের দিনে এই ঘটনায় যাত্রীরা বিরক্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Train: রেলযাত্রীদের জন্য সুখবর! ১ জুলাই থেকে ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া ৩ গুণ কমে যাচ্ছে

Local Train: ঘেমে-নেয়ে অফিসযাত্রার দিন শেষ, হাওড়া-শিয়ালদহের লোকাল ট্রেনে খুব শীঘ্রই আসতে চলেছে এসি কামরা

লোকাল ট্রেনে জুড়ছে প্রথম শ্রেণির কামরা, ভাড়া পাঁচ গুণ, জেনে নিন কোন লাইনে চালু হবে পরিষেবা

PREV
click me!

Recommended Stories

ভোটের আগেই সক্রিয় দিলীপ ঘোষ, ঝড় তুললেন রামনগরে বিজেপির চায়ে পে চর্চা অনুষ্ঠানে
শান্তিনিকেতনে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন