সংক্ষিপ্ত

ভারতীয় রেল সূত্রের খবর আগামী ১ জুলাই থেকে একসঙ্গে ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া একসঙ্গে প্রায় তিন গুণ কমে যাচ্ছে। যে ট্রেনগুলির ভাড়া কমছে সেগুলির নূন্যতম ভাড়া ছিল ৩০ টাকা।

 

রেলযাত্রীদের জন্য সুখবর! আর মাত্র কয়েক দিন, তারপরই লোকাল ট্রেনের টিকিটের দাম কমছে এক লপ্তে প্রায় ৩০ টাকা। আগামী ১ জুলাই থেকে একসঙ্গে ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া কমছে। তিনগুণ পর্যন্ত সস্তা হচ্ছে লোকাল ট্রেনের ভাড়া।

ভারতীয় রেল সূত্রের খবর আগামী ১ জুলাই থেকে একসঙ্গে ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া একসঙ্গে প্রায় তিন গুণ কমে যাচ্ছে। যে ট্রেনগুলির ভাড়া কমছে সেগুলির নূন্যতম ভাড়া ছিল ৩০ টাকা। ১ জুলাই থেকে সেই ট্রেনগুলির নূন্যতম ভাড়া হবে ১০ টাকা।

রেল সূত্রের খবর করোনাভাইরাসের সময় ট্রেনের সংখ্যা অনেক কমান হয়েছিল। কিছু লোকাল ট্রেন আবার স্পেশাল ট্রেনের তকমা দিয়ে চালান হচ্ছিল। সেই ট্রেনগুলির ভাড়া সেই সময় বাড়ান হয়েছিল। ট্রেনের নূন্যতম টিকিটের দাম করা হয়েছিল ৩০ টাকা। তারপর থেকে সেভাবেই ট্রেনগুলি সেভাবেই টালান হচ্ছিল। অবশেষে জুলাই থেকে ৫৬৩টি লোকাল ট্রেনের স্পেশাল তকমা তুলে দেওয়া হচ্ছে। আর স্পেশাল ট্রেনের তকমা তুলে দেওয়ায় স্বভাবতই ওই ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া কমে যাচ্ছে বলে

রেল সূত্রের খবর। ইতিমধ্যেই এই মর্মে উত্তর রেলওয়ে নির্দেশ জারি করা হয়েছে আম্বালা, দিল্লি, ফিরোজপুর, লক্ষ্মৌ ও মোরাদাবাদ ডিভিশনতে। ওই ৫৬৩টি স্পেশাল লোকাল ট্রেনের নম্বর পালটানোর নির্দেশিকা জারি করা হয়েছে। ওই ট্রেনগুলির নম্বরের সামনে থেকে ০ সংখ্যাটা তুলে দেওয়া হবে।

অন্যদিকে এই রাজ্যের রেল যাত্রীদের অভিযোগ করোনাভাইরাসের মহামারির সময় এই রাজ্যেও অনেক লোকাল ট্রেন বন্ধ করা হয়েছিল। কিছু ট্রেনকে স্পেশাল ট্রেনের তকমা দেওয়া হয়েছিল। কিন্তু তারপর বন্ধ হয়ে যাওয়ার ট্রেনগুলি আর চালু করা হয়নি। স্পেশাল ট্রেনের তকমা দিয়ে সেই সময় রেল বেশি ভাড়া নিয়েছিল বলেও অভিযোগ।