বঙ্গোপসাগরে ফের সাইক্লোন! নভেম্বরের শুরুতেই আবার ভাসবে বাংলা, কী বলছে আবহাওয়া দফতর?

Published : Nov 02, 2024, 06:33 AM IST

বঙ্গোপসাগরে ফের সাইক্লোন! নভেম্বরের শুরুতেই আবার ভাসবে বাংলা, কী বলছে আবহাওয়া দফতর?

PREV
17

সদ্য শেষ হল সাইক্লোন ডানার তাণ্ডব! এরই মাঝে ফের তৈরি হচ্ছে নতুন আরও এক সাইক্লোন?

27

আইএমডি-এর সূত্র অনুযায়ী, সাইক্লোজেনেসিস প্রবাবিলিটি দিয়ে বর্তমান পরিস্থিতি বিচার করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

37

জানা গিয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। আগামী ৫ নভেম্বর সেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

47

এটি পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে গিয়ে তামিলনাড়ুর দিকে ৯ নভেম্বর চলে যাবে।

57

এর দরুণ ফের গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। ৭ নভেম্বর নাগাদ ফের তৈরি হতে পারে নিম্নচাপ।

67

তবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর-এর মধ্যে তামিলনাড়ুর উপকূলে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে।

77

তবে অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফোরকাস্ট বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে কোনও ঘূর্ণিঝড়ের খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

click me!

Recommended Stories