ঘটনার দিনে সঞ্জয়ের সঙ্গে ছিল আরও এক ব্যক্তি! ওই দিন রাতে ঠিক কী কী করেছিল এই দু'জন? জানলে শিউরে উঠবেন

Published : Aug 22, 2024, 11:10 AM IST
RG Kar hospital doctor rape murder accused Sanjay went house destroyed evidence in cold blood source bsm

সংক্ষিপ্ত

ঘটনার দিনে সঞ্জয়ের সঙ্গে ছিল আরও এক ব্যক্তি! ওই দিন রাতে ঠিক কী কী করেছিল এই দু'জন? জানলে শিউরে উঠবেন

তরুণীকে ধর্ষণ ও খুনের দিন সঞ্জয়ের সঙ্গে মদ্যপান করেছিলেন তারই এক বন্ধু। সঞ্জয়কে বারবার জিজ্ঞাসা করছে সিবিআই। তাতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ভয়ঙ্কর ওই রাত্রে সঞ্জয়ের সঙ্গে মদ্যপান করেছিল তার বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায়।

বর্তমানে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এক রোগীর তত্ত্বাবধায়ক ছিল সৌরভ। ঘটনার রাতে সৌরভের সঙ্গে সোনাগাছি ও চেতলাতে গিয়েছিল সৌরভ। তারপর একসঙ্গে বসে মদ্যপানও করে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় রায় সলুয়ার পুলিশ কল্যাণ বোর্ডের তিন দিনের বৈঠকে যোগ দিয়ে কলকাতায় ফিরেছিলেন। ওই রাতেই সোনাগাছি নেওয়ার সিদ্ধান্ত নিয়েচিল দু'জনে। কিন্তু ওই দিনই সোনাগাছির এক মহিলার সঙ্গে তার তুমুল ঝামেলা হওয়ায় তাকে তাড়িয়ে দেওয়া হয়।

সেই রাতেই ফের আরজিকরে যাওয়া সিদ্ধান্ত নিয়েছিল সঞ্জয় এবং এক রোগীর সঙ্গে দেখা করবে বলেও ঠিক করে। সেই রোগীর পরের দিন অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু হাসাপাতালে গিয়ো সঞ্জয় দেখে যে তারা হাসপাতাল ছেড়ে চলে গিয়েছে।

এরপর নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখেতে থাকে সঞ্জয়।পরে ভিডিও কলে এক মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়।

জানা যায়, ঘটনার দিন মোট চারবার হাসপাতালে গিয়েছিল সঞ্জয়। একবার সকাল ১১ টায়। তারপর বিকেল ৫, রাত ১১ টা ও সাড়ে ১১ টার মধ্যে আরও একবার। আবার ভোর চারটে নাগাদ ফের হাসপাতালে যায়।

                              আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে
Samik Bhattacharya: SIR-এর ফর্ম জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী প্রতিক্রিয়া শমীকের?