সোমবার গোটা দেশে চতুর্থ দফার ভোট গ্রহণ। তার আগের দিনই মোদী রাজ্যে পঞ্চম দফার ভোট প্রচার করবেন। একই দিনে বাংলায় চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী।
লোকসভা ভোটের প্রচারে আবারও রাজ্যে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিন জেলায় চারটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। শনিবার রাত্রিবাস করবেন রাজভবনে। রবিবাস সকাল থেকেই ঠাসা কর্মসূচি নরেন্দ্র মোদীর। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর এই নিয়ে ৯ বার রাজ্য এলেন প্রধানমন্ত্রী।
সোমবার গোটা দেশে চতুর্থ দফার ভোট গ্রহণ। তার আগের দিনই মোদী রাজ্যে পঞ্চম দফার ভোট প্রচার করবেন। একই দিনে বাংলায় চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কর্মসূচির নির্ঘণ্টঃ
রবিবার মোদী প্রথম জনসভা করবেন উত্তর ২৪ পরগনায়। সকাল সাড়ে ১১টা সভা করবেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে প্রচার করবেন মোদী। দ্বিতীয় সভা করলেন চুঁচুড়ায়। বেলা ১টায় হবে জনসভা। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে ভোট চাইবেন তিনি। এর আগেও হুগলিতে জনসভা করেছিলেন মোদী। তৃতীয় সভাটি হবে দুপুর ২টো ৩০ মিনিটে। পুড়শুরায় তিনি সভা করবেন আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিহের সমর্থনে। মোদীর চতুর্থ ও শেষ জনসভা হবে হাওড়ার সাঁকরাইলে। বিকেল ৪টের সময় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচার করবেন মোদী।
চারটি কেন্দ্রেই আগামী ২০ ভোট গ্রহণ। তার আগে মোদীর এই প্রচার যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল। এই চারটি কেন্দ্রের একটিতে মাত্র গত নির্বাচনে বিজেপি জিতেছিল। শুধুমাত্র জমিতেছিলেন লকেট চট্টোপাধ্য়ায়। এবার তাঁর প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্য়ায়। এদিনও তাঁর হয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রচার করেন। শনিবার ওড়িশায় ভোট প্রচার করেছেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ
'রাজ্যপালের পাশে বসাও পাপ!', শ্লীলতাহানি ইস্যুতে মমতার ঘোষণা আর যাবেন না রাজভবনে
কোটিপতি শুভেন্দুর ভাই সৌমেন্দুর হাতে রয়েছে মাত্র ৩০ হাজার, মাথার ওপর দেনা লক্ষাধিক টাকার