দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত, জিজ্ঞাসাবাদ করার মামলায় বদল হল বিচারপতির বেঞ্চ

Published : Dec 21, 2022, 02:31 PM IST
Anubrata Mondal

সংক্ষিপ্ত

বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চেই স্থানান্তরিত হয়েছে এই মামলা। অবশ্য, বুধবারই শুনানি হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। 

অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাউস অ্যাভিনিউ কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বুধবার এই মামলাতেই বদল হল বেঞ্চ। ২১ ডিসেম্বর দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই আইনজীবী কপিল সিব্বল আবেদন জানান, যাতে মামলা বিচারপতি যশমিত সিং-এর বেঞ্চে পাঠানো হয়। সেই আর্জিতে সায় দিয়েছেন বিচারপতি ভাম্বানি। বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চেই স্থানান্তরিত হয়েছে এই মামলা। অবশ্য, বুধবারই শুনানি হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি।

অনুব্রত সংক্রান্ত মামলা এর আগেও বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে সরানোর আবেদন জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। গরু পাচার মামলায় রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়েছিল। সেই মামলা ওঠে বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে। শুধু তাই নয়, সায়গল হোসেন বা বিনয় মিশ্রের গরু পাচার সংক্রান্ত মামলাও বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে চলছে বলে দাবি করেই বেঞ্চ পরিবর্তনের আর্জি জানান সিব্বল। সেই আর্জি মেনে নেন বিচারপতি ভাম্বানি।

গরু পাচার মামলায় জেরা করতে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। বুধবার সকালে ছিল সেই মামলার শুনানি। এই মামলার ওপর নির্ভর করছে, অনুব্রতকে দিল্লি যেতে হবে কি না।

সোমবার কোর্টের নির্দেশ পেয়ে মঙ্গলবারই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছিল ইডি। কিন্তু এক পুরনো ‘খুনের চেষ্টা’-র মামলায় অনুব্রতকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবারই তাঁকে আসানসোল জেল থেকে নিয়ে দুবরাজপুর থানায় যায় পুলিশ। দুবরাজপুর আদালতের নির্দেশে বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছেন অনুব্রত। তাঁর বিরুদ্ধে গলা টিপে ধরার অভিযোগ উঠেছে। আইনজীবীদের মতে, পুলিশ হেফাজত শেষ না হওয়া পর্যন্ত ইডি দিল্লি নিয়ে যেতে পারবে না অনুব্রতকে। পুলিশ হেফাজত শেষ হলে ইডি অনুব্রতকে নিয়ে যেতে ফের আবেদন জানাতে পারবে আদালতে।


আরও পড়ুন-
শাহ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই যাত্রা শুরু করতে পারে জোকা-তারাতলা মেট্রো
চব্বিশে চব্বিশ, অমিত শাহের সফরের পর বঙ্গ বিজেপির উদ্দেশ্যে কড়া ‘টার্গেট’ জেপি নাড্ডার
শিশুদের ইংরেজি মাধ্যমে পড়ানোর ঝোঁক, স্কুলগুলিতে আবেদন জমা পড়ছে আসন সংখ্যার চেয়ে প্রায় ৫ গুণ বেশি

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘ভিতরের খবর দিয়ে গেলাম!’ তৃণমূলের আসল খেল আজ ফাঁস করলেন শুভেন্দু
'মোদীকে পাকিস্তানে পাঠাও', বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূলের উদয়ন গুহ