‘বাবা সব জানে’ বলেও বাবার মুখোমুখি হতে চাইছেন না সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে ইডি?

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়েছে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। এদিকে, ইডি দফতরে হাজিরাই দিতে চাইছেন না সুকন্যা মণ্ডল।

গরুপাচার কাণ্ডের তদন্তে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে গেছে ইডি। বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়েছে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। এরপর অনুব্রতর মেয়ে সুকন্য়া মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারীরা সুকন্যাকে তলব করেছেন দিল্লিতে। প্রথমবার তাঁর শারীরিক অসুস্থতা ছিল, সেই কারণ দেখিয়ে হাজিরা দেননি সুকন্যা মণ্ডল। তদন্তকারীদের থেকে সাত দিন সময় চেয়েছিলেন তিনি। তাঁকে ফের ২০ মার্চ তারিখে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কিন্তু, ২০ মার্চ তারিখেও দিল্লিতে ইডি দফতরে সুকন্যার আসার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। যদি সেই দিনও তিনি অসুস্থ থাকেন, তাহলে দ্বিতীয় চেষ্টাতেও বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার চেষ্টা বিফলে যাবে ইডির। ২১ মার্চ অবদি অনুব্রতকে হেফাজতে রাখতে পারবে ইডি। তারপর কী হবে, সেবিষয়ে রায় দেবে দিল্লির আদালত। যদি তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়, তাহলে তাঁর ঠাঁই হবে তিহাড়ে। এর মধ্যে সুকন্যা হাজিরা না দিলে তদন্তের গতি অনেকটা স্তিমিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Latest Videos

২০ মার্চ সুকন্যা মণ্ডল যদি হাজিরা না দেন, তাহলে তাঁকে ফের একবার তৃতীয় নোটিস পাঠাতে পারে ইডি। কিন্তু, সুকন্যা সেই নোটিসে হাজিরা দিলেও, কেষ্টর মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করার সুযোগ একেবারেই ক্ষীণ। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে, অসুস্থতার কথা বলে যেমন হাজিরাও এড়ানো যাবে, আবার বাবার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরাও করা যাবে না। আরেকদিকে, তৃতীয় নোটিসে হাজিরা দিলে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও আনতে পারবে না ইডি। ভেতরে ভেতরে জটিল কৌশল তৈরি হচ্ছে কিনা, তা বোঝা যাবে ২০ মার্চের আগেই।

এর আগে ইডি অফিসাররা যখন সুকন্যা মণ্ডলকে জেরা করেছিলেন তখন অধিকাংশ প্রশ্নের উত্তরেই তিনি জানিয়েছিলেন যে, তাঁর নামে থাকা সম্পত্তি, চালকল, টাকা, কোনও বিষয়েই তিনি কিছু জানেন না। তাঁর বাবা সব জানেন। সেই বয়ান কতটা সত্যি ছিল তা জানার জন্য দিল্লিতে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। যদি ২০ মার্চেও সুকন্যা মণ্ডল হাজিরা এড়িয়ে যান, সেক্ষেত্রে আদালতের কাছে আবার কেষ্টকে নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন জানাতে পারে ইডি। সেক্ষেত্রে সুকন্যার তৃতীয় হাজিরার সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন- 
টলতে টলতে এসে কলকাতার রাস্তায় পড়ে গেলেন তরতাজা যুবক, রক্তে লাল হয়ে যাওয়া শরীর দেখে হতবাক পুলিশ
Mamata Banerjee News: জগন্নাথ দর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়, ২ দিনের ওড়িশা সফরে কি রাজনৈতিক বার্তালাপের সম্ভাবনা?

‘ডিউটি ​​থেকে সাসপেন্ড করে দেবো’, পুলিশকর্মীকে আঙুল তুলে শাসাচ্ছেন দাপুটে নেতা, বিশাখাপত্তনমে ভাইরাল ভিডিও

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari