
Special Intensive Revision: 'এসআইআর, এসআইআর-এর মতো হতে দিন। আমাদের মতুয়াদের কোনও সমস্যা হতে দেব না। এসআইআর হলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা জঞ্জালমুক্ত হবে। এর জন্য মতুয়া ভাইদের চিন্তার কোনও কারণ নেই। টিএমসি- নাটক শুনতে হবে না।' উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতায় একটি প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে ঠিক এভাবেই এসআইআর নিয়ে মতুয়া সম্প্রদায়ের (Matua community) মানুষকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তিনি বলেছেন, ‘দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএএ-তে (CAA) আবেদন করুন । রোহিঙ্গাদের (Rohingya) খুঁজে বের করতে সুবিধা হবে। এসআইআর-এর সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। রাজ্যের মধ্যে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে সিএএ-র জন্য আবেদন সবচেয়ে বেশি হয়েছে।’
মতুয়া সম্প্রদায়ের মানুষকে এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে শান্তনু বলেছেন, ‘এসআইআর আমাদের কোনও সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করবার জন্য এসআইআর যদি সহ্য করতে হয় তাহলে সহ্য করব না কেন? ৫০ লক্ষ রোহিঙ্গা , বাংলাদেশী (Bangladeshi) মুসলমান (Muslim), পাকিস্তানি (Pakistani) মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কি আসে যায়?’
বাংলাদেশের ময়মনসিংহ (Mymensingh) জেলায় দীপু চন্দ্র দাশের (Dipu Chandra Das) নৃশংস হত্যার ঘটনা প্রসঙ্গে মহম্মদ ইউনূসকে (Muhammad Yunus) 'অথর্ব' বলে আক্রমণ করেন শান্তনু। তিনি ইউনূসকে পাকিস্তানের দালাল বলেও আক্রমণ করেন। ইউনূস আমেরিকার (USA) দালালি করে নোবেল পুরস্কার (Nobel Prize) পেয়েছেন বলেও আক্রমণ করেন শান্তনু। দীপুর নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল করতে আবেদন করেন শান্তনু। বাংলাদেশের সরকার পরিবর্তন করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরও এইভাবে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার চলছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শান্তনু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।