লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে! দেরি না করে এভাবেই আবেদন করে ফেলুন

Published : Feb 04, 2025, 02:54 PM ISTUpdated : Feb 04, 2025, 02:55 PM IST

সম্প্রতি রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করেছিল। সেখানে সবথেকে বেশি নজর কেড়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 

PREV
110
দুয়ারে সরকার ক্যাম্প

সম্প্রতি রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করেছিল। সেখানে সবথেকে বেশি নজর কেড়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

210
আপনি নেই তো

দুয়ারে সরকার ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি! চিন্তা নেই। কারণ এখনও আপনি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

310
দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন

দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রায় ৩ লক্ষ আবেদন জমা পড়েছে।

410
স্ক্রুটিনি ২৮ ফেব্রুয়ারি

নবান্ন সূত্রের খবর আগামী ২৮ ফেব্রুয়ারি দুয়ারে ক্যাম্পে জমা পড়া আবেদনের স্ক্রুটিনি হবে। যেগুলিতে সমস্যা থাকবে সেগুলি বাতিল করা হবে।

510
কিন্তু তারপরেও আবেদন করা যাবে

কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে। তারজন্য প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে সেখানে আবেদন করতে হবে।

610
অনলাইনে আবেদন

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আপনাকে যেতে হবে socialsecurity.wb.gov.in/login সাইটে। সেখানেই প্রযোজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে।

710
সবথেকে প্রয়োজনীয় নথি

লক্ষ্মীর ক্ষাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ড ছাড়া আবেদন করা যাবে না।

810
আরও নথি

এই প্রকল্পের জন্য আরও যেসব নথি প্রয়োজন সেগুলি হল- আধার কার্ড, বয়সের সংশাপত্র। ব্যাঙ্কের বই।

910
ব্যাঙ্ক অ্যাকাউন্ট

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকউন্টে পড়ে। তাই লক্ষ্মীর ব্যাঙ্কের তথ্যও দিতে হবে। সবঠিকঠাক থাকলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি পাবেন। ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরি।

1010
সফল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

প্রবল সাফল্যের কারণে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যথেষ্ট সচেতন থাকে রাজ্য সরকার। সূত্রের খবর আগামী দিনে এই প্রকল্পের টাকা আরও বাড়ান হতে পারে। কেউ বলছেন ২০০০ হাজার টাকা করা হবে। কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে কিছুই বলেনি।

Read more Photos on
click me!

Recommended Stories