একলাফে ২ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল লক্ষ্মীর ভাণ্ডার। হুড়মুড়িয়ে বা বাড়বে এই প্রকল্পের অনুদান। কবে থেকে বাড়বে এই প্রকল্পের টাকা? জেনে নিন
বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার কথা পরিকল্পনায় আনা হচ্ছিল। এবার সত্যি সত্যি বাড়িয়ে দেওয়া হবে বাংলার জনপ্রিয় এই প্রকল্পের টাকা।
ইতিমধ্যেই তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ ও সাধারণ শ্রেণির মহিলারা পান ১ হাজার টাকা। এবার বাড়বে এই টাকাও।
ভোটের আগে এই টাকা এই টাকাকেই হাতিয়ার করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মেয়েদের জন্য আনতে চলেছেন আরও সুবিধা।
তবে এই টাকা পেতে যত তাড়াতাড়ি সম্ভব জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষের কম একমাত্র তারাই পাবেন ২ হাজার টাকা।
এর নিকটতস্থ কোনও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে উপযুক্ত নথি জমা করতে হবে। আর তার পাশাপাশি নিজের কেওয়াইসিও আপডেট করে আসতে হবে।
এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন লক্ষ লক্ষ সাধারণ মহিলারা। এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে সবাইকে চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বাজেটেই এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে এূার এক লাফে ২ হাজার টাকা বাংলার মা ও মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
Anulekha Kar