
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice Of Calcutta High Court) হতে চলেছেন সুজয় পাল (Justice Sujoy Paul)। তাঁকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে পদোন্নতির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পরই ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিচারপতি সুজয় পাল। তার আগে এই পদে বিচারপতি সৌমেন সেন ছিলেন। পরে মেঘালয় হাইকোর্টের তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়।
বিচারপতি সুজয় পালকে গত জুলাই মাসে তেলঙ্গনা হাইকোর্ট থেকে এখানে বদলি করা হয়েছিল। এর আগে, ব্যক্তিগত অনুরোধে বিচারপতি পালকে ২০২৪ সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তেলঙ্গনা হাইকোর্টে বদলি করা হয়েছিল।
বিচারপতি সুজয় পালের জন্ম হয়েছে একটি প্রবাসী বাঙালি পরিবারে। যদিও মধ্যপ্রদেশেই তাঁর বেড়ে ওঠা। স্কুলজীবন কেটেছে এল এস ঝা মডেল স্কুলে। তারপর জব্বলপুরের রাণি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সেখান থেকেই আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। বিচারপতি পাল ১৯৯০ সালে মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং বিভিন্ন আদালতে দেওয়ানি, সাংবিধানিক, শিল্প, পরিষেবা এবং আইনের অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিস করেন।
২০১১ সালের ২৭ মে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ হন। ২০১৪ সালের ১৪ এপ্রিল স্থায়ী বিচারপতি হন। বদলি হওয়ার পর, তিনি ২০২৪ সালের ২৬ মার্চ মাসে তেলঙ্গনা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে তাঁকে তেলঙ্গনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়।