এই মাসেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকা, ফেব্রুয়ারিতে স্কুলে স্কুলে নতুন টিচার?

Published : Jan 12, 2026, 01:34 PM IST
SSC Recruitment

সংক্ষিপ্ত

২২ জানুয়ারি থেক সরস্বতী পুজোর ছুটি পড়ে যাচ্ছে। এছাডা়ও, শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি আছে। তাই ছুটি পড়ার আগে মেধাতালিকা প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন।

ভোটের দিন ঘোষণার আগেই স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। সূত্রের খবর, আগামী ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে দেবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কারণ, ২২ জানুয়ারি থেক সরস্বতী পুজোর ছুটি পড়ে যাচ্ছে। এছাডা়ও, শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি আছে। তাই ছুটি পড়ার আগে মেধাতালিকা প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। জানুয়ারির শেষদিক থেকেই কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর। ৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশের কথা ছিল।

সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছিল যে ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নিয়েছে কমিশন। একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। আবেদনে তাঁদের দাবি ছিল, এই জাতিগত বিভাগ লিখলে বিষয়ভিত্তিক কাট অফ নম্বরে তাঁদের নাম উঠবে ও তাঁরা ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ে সুযোগ পাবেন। কলকাতা হাইকোর্ট তাঁদের এই আবেদন মঞ্জুর করেছিল। সেই আবেদনের ভিত্তিতে ১৫৪ জন চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের সুযোগ পেয়েছিল। সেই কারণেই চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময়সীমা পিছিয়ে যায়।

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছিল। এখন স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, সমস্ত কিছু প্রক্রিয়া একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর শুরু হবে কাউন্সেলিং। পছন্দের ভিত্তিতে স্কুল বেছে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। এরপর সুপারিশের ভিত্তিতে যোগ্যদের চাকরির নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হবে। তাই মনে করা হচ্ছে ফেব্রুয়ারির শেষ নাগাদই স্কুলে স্কুলে নতুন শিক্ষক শিক্ষিকারা যোগ দেবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'পশ্চিমবঙ্গের মাটিতে আজ ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে' সিমলা স্ট্রিটে মন্তব্য সুকান্তর | Sukanta Majumdar
বিবেকানন্দের মাটি এখন কয়লা চোর ফাইল চোরদের মাটি, মমতা নিশানা সুকান্ত মজুমদারের