তৃণমূল সরকারকে গোদী থেকে হটাতে এবার মহাজোটের ডাকও দিলেন শুভেন্দু। তাঁর দাবি,'কোন দল কী করবে জানি না, মানুষ এই সরকারকে বিসর্জনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।'
'ওঁর মতো লোক এখন রাজনীতিতে নেই।' বাম নেতা বিমান বসুর ভূয়োসী প্রশংসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তৃণমূল সরকারকে গোদী থেকে হটাতে এবার মহাজোটের ডাকও দিলেন শুভেন্দু। তাঁর দাবি,'কোন দল কী করবে জানি না, মানুষ এই সরকারকে বিসর্জনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।' একই সঙ্গে এই প্রথম বাম নেতার প্রশংসা সোনা গেল তাঁর গলায়।
কী বললেন শুভেন্দু অধিকারী?
'আমাদের অনেক রাজনৈতিক ডিফারেন্স আছে। কিন্তু বিমানবাবাবু এমন একজন লোক নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকে। এসব পলিটিক্স হারিয়ে গিয়েছে।' এছাড়াও এদিন একাধিক লোকের প্রশংসা সোনা গেল শুভেন্দুর গলায়। স্বচ্ছ্ব রাজনীতিএ কথা বলতে গিয়ে নাম উঠে এসেছে প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, তপন শিকদারের।
বিমান বসুর প্রতিক্রিয়া
শুভেন্দু অধিকারীর মুখে ভূয়োসী প্রসংশা সুনলেও জোটের প্রস্তাব সরাসরি খারিজ করলেন বিমান বসু। তিনি জানিয়েছেন,'শুভেন্দুর কথা হতে পারে, বামেদের কথা নয়।'এখনও হয়তো আরএসএসের ধারা বুঝতে পারেনি শুভেন্দু। আমরা কোনও অন্যায় করিনি, অন্যায়ের কাজে থাকিও না।
প্রসংগত, বৃহস্পতিবারই পার্থর নিশানায় ছিল শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরাসরি তিন নেতাতে তোপ দাগেন পার্থ। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি তিন নেতার নাম করে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়। সরাসরি সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বললেন,'যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা আজ বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? ২০০৯-১০ সালের সিএজি রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে। কারণ আমি স্পষ্ট বলেছি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই।' এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন,'ও বড় বড় কথা বলছে। শুভেন্দুর ২০১১-২০১২ সালটা খুঁজে দেখুন। ও ডিপিএস নিয়ে কী অবস্থা করেছে দেখুন।' পাশাপাশি নিজের অবস্থান পরিষ্কার করতে পার্থ বলেন,'জন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা সমস্ত জায়গায় চাকরির জন্য তদ্বির করেছেন। আমি বলেছিলাম এবিষয় কোনও সাহায্য করা তো দূরের কথা আমি কোনও বেআইনি কাজ করতে পারব না।'
শুভেন্দুর প্রতিক্রিয়া
এরপরেই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন ‘‘খুব দুর্বল চিত্রনাট্য। এই ধরনের ড্রামা সুদীপ্ত সেনকে দিয়েও করা হয়েছিল। যেখানে সম্মানীয় বিমান বসুর সঙ্গে আমার নামও করা হয়েছিল।’’ শুভেন্দুর দাবি, এটা আগে থেকেই ঠিক করা ছিল। তিনি বলেন, ‘‘এই প্লট তৈরি করা হয়েছে গতকাল। দেবাশিস চক্রবর্তী, যিনি প্রেসিডেন্সি জেলের সুপার তাঁর দু’টি নম্বর দিচ্ছি। ৩০ মিনিট আগে যিনি টুইট করেছেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ, বিষয়টি আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। আর জেল সুপারকেও ধরা হোক। ওঁর দু’টি নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসটাইম খতিয়ে দেখা হোক বিকেল ৪টে থেকে ৪টে ১৫ পর্যন্ত কার কার সঙ্গে কথা বলেছেন।’’