water Crisis: তীব্র জল সংকটের মুখে বঙ্গ-সহ দেশের ১৭ রাজ্য, জলের হাহাকার এই এলাকাগুলিতে

Published : Jan 30, 2026, 10:23 AM IST

water Crisis: তীব্র জল সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্য। তেমনই রিপোর্ট দিয়েছে Aqueduct Water Risk Atlas। জল সংকটের কারণও জানিয়েছে সংস্থা। আগামী দিনে বড় বিপদের মুখে রয়েছে গোটা বিশ্ব। 

PREV
16
ভয়ঙ্কর রিপোর্ট

ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের। হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস প্রশান্ত মহাসাগরের উত্তপ্ত জলতলের কারণে এবার ভারতীয় উপমহাদেশে প্রবল গরম পড়তে পারে। পাশাপাশি বৃষ্টির পরিমাণ কমতে পারে। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর ইঙ্গিত দিল অ্য়াকোয়াডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাস-এর রিপোর্ট। সেখানে বলা হয়েছে বিশ্বের ৩৮টি শহর প্রবল জল সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নামও।

26
জলের হাহাকার

রিপোর্ট অনুযায়ী বিশ্বের ৩৮টি শহর প্রবল জল সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। তারমধ্যে রয়েছে রাজধানী দিল্লির নামও। তবে এখানেই সংকট শেষ নয়, রিপোর্ট অনুযায়ী দেশের ২৮টি রাজ্যে ও ৮টি কেন্দ্র শাসিত রাজ্যের মধ্যে ১৭টি রাজ্যই তীব্র জল সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছে, পশ্চিমবঙ্গ।

36
জল সংকটের কারণ

গত ২০ জানুয়ারি রাষ্ট্রপুঞ্জে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে 'গ্লোবাল ওয়াটার ব্যাঙ্করাপ্টসি'। বলা হয়েছে জলবায়ু পরিবর্তন, একই সঙ্গে ভূগর্ভস্থ জলের অনিয়মিত ও অবৈজ্ঞানিক ব্যবহার ও বিপুল জনসংখ্যার চাপের কারণে বিশ্বের বহু জায়গাতেই পানীয় জলের পরিমাণ কমতে কমতে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের একাধিক দেশেই আগামী দিনে জল সংকট ভয়ঙ্কর আকার নিতে পারে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

46
জল শূন্য এলাকা

রিপোর্ট অনুয়ায়ী দক্ষিণ আফ্রিকার ডারবান, আফগানিস্তানের কাবুল আর ভারতের চেন্নাই - ইতিমধ্যেই জল শূন্য এলাকা হিসেবে নাম নথিভুক্ত করেছে। রিপোর্টে বলা হয়েছে এই তিনটি শহরই অন্তত একদিনের জন্য ডে জিরো বা জলহীন দিবসের অভিজ্ঞতা রয়েছে। একটা গোটা দিন এই শহরগুলিতে পানীয় জলের কোনও যোগান ছিল না।

56
প্রবল সংকটে তেহরান

ইরানের রাজধানী তেহরানে টানা ৬ বছর ধরে খরা চলছে। বর্তমানে সেখানে জলহীন দিবস চলছে। তেহরানের জলশায়গুলি শুকনো। ইতিমধ্যেই রাজধানী তেহরান থেকে সরিয়ে মাকরান নিয়ে যাওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে বিশ্বের অর্ধেক শহরই বর্তমানে জলসংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। তালিকায় নাম রয়েছে, দিল্লি, বেজিং নিউইয়র্কের মত শহরের।

66
ভারতের অবস্থান

রিপোর্ট বলা হয়েছে ভারত-পাকিস্তানের ভৌমজল শুকিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। চিন্তা বাড়াচ্ছে গঙ্গা - যমুনা নদী। দোয়াব অববাহিকার অবস্থা অত্যন্ত সঙ্গীন। শুকিয়ে যেতে বসেছে দুই নদী। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা,রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ওড়িশা, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলাঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরল।

Read more Photos on
click me!

Recommended Stories