লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিকঠাক পাচ্ছেন তো? টাকা না ঢুকলে কী করবেন, এক্ষুনি জেনে নিন

লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিকঠাক পাচ্ছেন তো? টাকা না ঢুকলে কী করবেন, এক্ষুনি জেনে নিন

Anulekha Kar | Published : Jul 12, 2024 8:51 AM IST / Updated: Jul 12 2024, 03:27 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের একটি আকর্ষণীয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প। প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা জমে বাংলার মা ও মেয়েদের। কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা নতুন ভাবে এই প্রকল্পের আওতায় এসেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতি মাসে ৫০০ ও ১০০০ টাকা করে পান বাংলার মা ও মেয়েরা। তফশিলি মেয়েরা পান ১০০০ টাকা ও সাধারণ মেয়েরা পান ৫০০ টাকা।

অনেকের কাছেই এই সাহায্য অনেক কিছু। নিজের হাত খরচ হোক, সামান্য চিকিৎসার খরচ বা জমানো টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের কারণে উপকার পাচ্ছেন অনেক মহিলাই।

Latest Videos

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখানোর পরে আদেও আপনি টাকা পাবেন কি না বা এই তালিকায় নাম উঠেছে কি না তা জানতে একটি বিশেষ উপায় রয়েছে

এর জন্য প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ socialsecurity.wb.gov.in- এ গিয়ে তালিকায় নাম রয়েছে কি না বা টাকা ঢুকেছে কি না তা জানত পারবেন। এ ছাড়াও বাড়ির আশেপাশে দুয়ারে সরকার ক্যাম্পে গেলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নাম সঠিক ভাবে নথিভুক্ত কি না তা জানতে পারবেন।

Share this article
click me!

Latest Videos

ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today