জামিন পেতেই তীব্র পেটে ব্যথা! হঠাৎই হাসপাতালে ভর্তি অর্পিতা মুখোপাধ্যায়, কী হয়েছে পার্থ-র বান্ধবীর?

জামিন পেতেই তীব্র পেটে ব্যথা! হঠাৎই হাসপাতালে ভর্তি অর্পিতা মুখোপাধ্যায়, কী হয়েছে পার্থ-র বান্ধবীর?

বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে ছিলেন অর্পিতা। সদ্য জামিনে মুক্তি পেয়েই হাসপাতালে ভর্তি। ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অর্পিতা।

পেটের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরই অসুস্থবোধ করেন তিনি। বেশ কয়েকবার বমিও করেছেন এরপর অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

Latest Videos

পেটের কোনও সংক্রমণের কারণেই অসুস্থ অর্পিতা বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অর্পিতা। তলপেটে প্রবল ব্যথা অনুভব করতে থাকেন তিনি। যার জেরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখন চিকিৎসাধীন অর্পিতা। জামিন পেলেও রয়েছে একাধিক শর্ত। সেই শর্তের জন্যই আদালতকেও জানাতে হয়েছে যে ঠিক কোন হাসপাতালে ভর্তি হয়েছেন অর্পিতা। ইতিমধ্যেই সমস্ত রকম শারীরিক পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে ২০২১ সালে শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফাতর হয়েছিলেন অর্পিতা। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল অঙ্কের টাকা। ২০ নভেম্বর মায়ের মৃত্যুর জন্য প্যারোলে ছাড়া পান তিনি। কিনতু মায়ে শ্রাদ্ধের অনুষ্ঠান মিটতেই অসুস্থ হয়ে হাসাতালে ভর্তি অর্পিতা।

                                    

 আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari