অভিযোগকারী এবং অভিযুক্ত, দুজনেই তৃণমূলের! লক্ষ লক্ষ টাকা তছরুপ-কাণ্ডে উত্তপ্ত আসানসোলের ২৩ নম্বর ওয়ার্ড

Published : Sep 14, 2023, 03:01 PM IST
tmc flag

সংক্ষিপ্ত

টাকা তছরুপের নালিশ জানিয়ে তৃণমূল নেতা সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সন্দীপ কোনরা এবং আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর সিকে রেশমা।

কাউন্সিলরের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল আসানসোল পুরনিগমের ওয়ার্ড কমিটির সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগকারী এবং অভিযুক্ত, দুজনেই শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী । আসানসোল পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক তথা কাজি নজরুল মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহম্মদ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তিনি শিক্ষা এবং স্বাস্থ্য কমিটির টাকা নিয়ম ভেঙে ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন। লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর তথা কমিটির সভাপতি সিকে রেশমা।

টাকা তছরুপের নালিশ জানিয়ে রেলপাড় বাবুতলার এলাকার তৃণমূল নেতা সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সন্দীপ কোনরা এবং আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর সিকে রেশমা। ভরসা করে ওয়ার্ড কমিটির সম্পাদক কাদরির কাছে ব্যাঙ্কের পাসবই এবং চেক বই জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। কাদরি হিসেবের খাতায় যত টাকার হিসেব লিখে নিয়ে আসতেন, তিনি তা-ই সই করে দিতেন। কিন্তু টাকার অঙ্কের আগে আরও একটি সংখ্যা যোগ করে নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন বলে অভিযোগ।

রেশমার কথায়, কাদরিকে তিনি ৩৬ হাজার ২৫০ টাকার চেকে সই করে দিয়েছিলেন। কিন্তু, ৩৬-এর আগে তিনি একটি ২ বসিয়ে নিয়েছিলেন, ফলে টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছিল ২ লক্ষ ৩৬ হাজারে। আর এক বার ৯ হাজার টাকা তোলার চেকে সই করিয়ে ৯-এর আগে ২ জুড়ে ২৯ হাজার টাকা লুঠ করেছেন বলে জানিয়েছেন ব্যাঙ্কের আধিকারিকরা। যদিও টাকা তছরুপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কাদরি। রেশমা অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, ‘‘১৫ তারিখ স্কুল ইনস্পেক্টরের কাছে গিয়ে সমস্ত তথ্য তুলে ধরব। আমি এই ধরনের কোনও অপরাধমূলক কাজ করিনি। তদন্ত হলেই সব জানা যাবে।’’

আরও পড়ুন- 
Anubrata Mondal: ‘সময়ের দাবি মেনে…’ সরে গেল অনুব্রত মণ্ডলের ছবি, মমতা-অভিষেকের পাশে কাজল শেখের স্থান
Jaahnavi Kandula: ২৩ বছরের ভারতীয় ছাত্রীর মৃত্যু দেখে হাসছেন পুলিশকর্মী, আমেরিকার নির্মম ভিডিও দেখে রাগে ফেটে পড়ছে ভারত
Viral Video: ভিন গ্রহের প্রাণীরা এবার কি সরাসরি এসে নামল ভারতের মাটিতে? চেন্নাইয়ের ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা!

PREV
click me!

Recommended Stories

Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Nipah Virus: নিপা ভাইরাস কী, জানুন রোগের লক্ষণ ও কীভাবে নিজেকে বাঁচাবেন?