"কুণাল ঘোষকে দল থেকে অপসারণ করতে বলুন" সুদীপের চাঞ্চল্যকর চ্যাট ফাঁস

Published : May 02, 2024, 10:47 AM ISTUpdated : May 02, 2024, 10:48 AM IST
Ask didi to remove Kunal Ghosh from party Sudips sensational chat leaked

সংক্ষিপ্ত

"কুণাল ঘোষকে দল থেকে অপসারণ করতে বলুন" সুদীপের চাঞ্চল্যকর চ্যাট ফাঁস

"কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে।" বুধবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠান এমন অনুরোধের হোয়াট্সঅ্যাপ বার্তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই অনুরোধের কী জবাব দিয়েছেন সুদীপ? তা-ও প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমে। ঘটনাচক্রে, বুধবার দুপুরেই কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই সব বার্তায় দেখা গিয়েছে, সুদীপকে এই বার্তাগুলি পাঠিয়েছেন সারা বাংলা আতশবাজি সমিতির নেতা বাবলা রায়। ওই বার্তায় লেখা রয়েছে, ''কুণাল দলের ক্ষতি করছেন। তাই আমি নেত্রী ও সুদীপদাকে অনুরোধ করেছি। যে ভাবে কুণাল দলের ক্ষতি করছেন, তাতে যাতে বড় বিপর্যয় না হয়, তা থেকে দলকে বাঁচাতেই এমন বার্তা পাঠিয়েছিলাম।'' তাঁর আরও বক্তব্য, ''যা করেছি বেশ করেছি। সুদীপদা আমার কথা রেখেছেন। আমি আবারও বলব, কুণালকে দল থেকে বার করে দেওয়া হোক।''

বাবলার বার্তার উত্তরে সুদীপ কী জবাব দিয়েছেন তা-ও প্রকাশ পেয়েছে সমাজ মাধ্যমে। এইসব উত্তরে বাবলাকে সুদীপ কুণালকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ১ জুন ভোট করিয়ে তাঁকে ভোটে জেতাতেও বলেছেন সুদীপ। বাবলা যখন কুণালকে অপসারণের কথাটি নেত্রীকে জানাতে অনুরোধ করেন, সেখানে একটি হাসির ইমোজি পাঠিয়ে সুদীপ লেখেন, ''আচ্ছা বলছি।''

PREV
click me!

Recommended Stories

"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র
'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার