পশ্চিমবঙ্গ কি মিনি বাংলাদেশ? এই জেলায় হিন্দুদের ওপর চলছে অকথ্য অত্যাচার! ভিডিও ভাইরাল করলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে একটি বাড়ির সামনে বেশ কিছু জমায়েত দেখা যায়। সেই ভিড়ের মাঝে কয়েকজনকে মাথায় ইসলামিক ফেজ টুপি এবং মুখ ভর্তি দাড়ি-গোফ বিশিষ্ট লোকজনও নজরে পড়ে।

উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাভোনিয়া(লোহাপুঞ্জি) গ্রামে একদল দুষ্কৃতী হিন্দুদের উপর বিনা প্ররোচনায় হামলা চালিয়ে লুঠপাট চালিয়েছে বলে অভিযোগ। এমনই ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন দুষ্কৃতীরা ষাটোর্দ্ধ বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চা, মহিলা কাউকে রেয়াত করেনি। তাঁর দাবি বাংলাদেশে হিন্দু নির্যাতন সমানে চলে যাচ্ছে। এবারে তার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের ধাঁচে পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর মুসলমানরা হামলা চালাতে শুরু করেছে বলে অভিযোগ শুভেন্দুর।

শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে একটি বাড়ির সামনে বেশ কিছু জমায়েত দেখা যায়। সেই ভিড়ের মাঝে কয়েকজনকে মাথায় ইসলামিক ফেজ টুপি এবং মুখ ভর্তি দাড়ি-গোফ বিশিষ্ট লোকজনও নজরে পড়ে। এক মহিলাকে আর্ত চিৎকার করে বলতে শোনা গেছে, "মহিলাদের গায়ে হাত তুলছে… দেখো হিন্দু বাড়িতে মুসলমানরা কিভাবে মারামারি করতে এসেছে… এভাবে মারামারি করে হিন্দুদের একবারে থাকতে দিচ্ছে না।" পরে ফেজ টুপি পড়া এবং মুখে দাড়ি বিশিষ্ট এক মধ্যবয়সী মুসলিমকে অন্য এক হিন্দু মহিলার হাত ধরে ধস্তাধস্তি করতে দেখা যায় এবং শেষে তাকে ঠেলে ফেলে দিতে দেখা যায়।

Latest Videos

ঘটনার প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর বাংলাদেশ ধাঁচের হামলা হচ্ছে। এবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত লোহাপুঞ্জির বাভনিয়া গ্রামে বিনা উস্কানিতে একদল দুর্বৃত্ত হিন্দুদের ওপর হামলা ও লুটপাট করেছে। দুর্বৃত্তরা ৬০ বছরের মহিলা এমনকি শিশুসহ কাউকে রেহাই দেয়নি। এক গর্ভবতী মহিলার উপর হামলা হয়েছে। এক ব্যক্তিকে এত নির্মমভাবে মারধর করা হয় যে তার মাথা ফেটে যায়। ভিডিওতে দেখা যায় হিন্দু পরিবারের ওপর নৃশংস হামলা।’ তিনি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের রাজনীতির শিকার হচ্ছে। আমি ডিজিপি পশ্চিমবঙ্গ পুলিশকে জোরালো ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতে চাই যাতে অপরাধীরা একই রকম পুনরাবৃত্তি করার কথা ভাবতেও না পারে। ইন্ডিয়া এনএইচআরসি এবং এনসিডব্লিউ ইন্ডিয়া টিমের উচিত গ্রামে পরিদর্শন করা এবং ঘটনাটি নোট করা।

 

 

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata