সব ঋতুতেই পর্যকদের অত্যন্ত পছন্দের জায়গা ডুয়ার্স। এবার উত্তরবঙ্গে পর্যটন শিল্পে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডুয়ার্সে বেড়াতে যাচ্ছেন? চা বাগান, জঙ্গল, নদী, তিস্তা ব্যারাজের পাশাপাশি এবার নতুন আকর্ষণ ‘ডুয়ার্স এয়ারলাইন্স’। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কলাবাড়ি অঞ্চলে পর্যটকদের জন্য তৈরি হচ্ছে ‘অত্যাধুনিক বিমান।’ একটি বিমান যেমন হয়, ঠিক তেমনই কাঠামো তৈরি করা হচ্ছে। দমদম বিমানবন্দর, বাগডোগরা বিমানবন্দরে যেমন বিমান থাকে, ঠিক তেমনই বিমানের মতো কাঠামো থাকছে ডুয়ার্সে। আসল বিমানের সঙ্গে এই কাঠামোর কোনও পার্থক্য পাওয়া যাবে না। পর্যটকরা এখানে সময় কাটাতে পারবেন, জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিন উদযাপন করতে পারবেন। এমনকী, কেউ বিয়ের রিসেপশনও আয়োজন করা যাবে। বৌভাতে বিমানের মধ্যে বসে খাওয়ার সুযোগ পেলে সবাই খুশি হবেন। ডুয়ার্সের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বেড়াতে যাওয়া ব্যক্তিদের জন্যও এটা বড় সুযোগ।
ডুয়ার্সে পর্যটনে নতুন দিগন্ত
ডুয়ার্সে কোনও বিমানবন্দর নেই। যে পর্যটকরা ডুয়ার্সে বেড়াতে যাওয়ার জন্য উড়ান ধরেন, তাঁরা বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়িতে মালবাজার, মূর্তি, চালসা, চাপড়ামারি, জলদাপাড়া, চিসাং, বিন্দু, ঝালং, সামসিং, রকি আইল্যান্ডে চলে যান। ডুয়ার্সে আসল বিমানবন্দর তৈরি না হলেও, বিমানের মতো কাঠামো তৈরি হওয়ায় বহু মানুষ প্রথমবার বিমানে চড়ার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। ‘ডুয়ার্স এয়ারলাইন্স’-এ সময় কাটানোর খরচ যদি সাধ্যের মধ্যে থাকে, তাহলে ডুয়ার্সের যে বাসিন্দারা এখনও পর্যন্ত বিমানে চড়ার সুযোগ পাননি, তাঁরা দেখে নিতে পারবেন বিমানবন্দর বা বিমান ঠিক কেমন দেখতে হয়।
নতুন বছরের শুরুতেই ‘ডুয়ার্স এয়ারলাইন্স’
ডুয়ার্সে পর্যটকদের জন্য যে নতুন আকর্ষণ তৈরি হচ্ছে, তা নিয়ে এখন থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। ‘ডুয়ার্স এয়ারলাইন্স’-এর কাজ যে গতিতে এগিয়ে চলেছে, তাতে চলতি মাস থেকেই এখানে সবাইকে প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বর্ষায় যাঁরা ডুয়ার্সে বেড়াতে যাবেন, তাঁরা প্রবল বৃষ্টিতে অন্য কোথাও যেতে না পারলে নাগরাকাটায় এই নতুন পর্যটন কেন্দ্রে সময় কাটাতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
২০২৪ সালের বাজেটে পর্যটন খাতের জন্য বড় ঘোষণা, লাক্ষাদ্বীপে হোটেল খোলার ক্ষেত্রে উৎসাহ কেন্দ্রের
দেশে পর্যটনের প্রসারে নয়া মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী মোদী, কোন পরিকল্পনায় এগোচ্ছে পর্যটন মন্ত্রক