টানা তিন দিন ছুটি! সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই একটি লম্বা ছুটি, রইল তালিকা

Published : Jul 06, 2025, 04:40 PM IST

জুন মাসে কিছু ছুটি থাকলেও জুলাইয়ে বাড়তি কোনও ছুটি নেই সরকারি কর্মীদের জন্য। কিন্তু এই মাসে থাকছে লম্বা ছুটি। সরকারি কর্মীদের জন্য রইল অগস্ট মাসের ছুটির তালিকা।  

PREV
110

জুন মাসে কয়েকটা ছুটি ছিল। কিন্তু জুলাই মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া বাড়তি কোনও ছুটি পাননি।

210

শুক্রবার চাঁদ দেখা গিয়েছিল। আর সেই কারণে শনিবার ছিল জাগরণের রাত। আর রবিবার, আজ মহরম। তাই রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনও সরকারি ছুটি ঘোষণা করেনি।

310

যার অর্থ রবিবার পড়ায় মহরমের ছুটি এবার আর পেলেন না রাজ্যের সরকারি কর্মীরা। তেমনই ছুটি পেল না সরকারি স্কুলের কর্মী আর পড়ুয়ারা।

410

জুলাইয়ে ছুটির খরা থাকলেও অগস্ট মাসে কিন্তু বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা।

510

১৫ অগস্ট রাজ্যের সরকারি ও আধা সরকারি এমনকি বেসরকারি সব প্রতিষ্ঠানেই ছুটি থাকে। এবার ১৫ অগস্ট পড়েছে শুক্রবার। আর্থাৎ সেই দিন ছুটি থাকছে।

610

শুক্রবার ১৫ অগস্ট পড়ায় শনিবার আর রবিবার সরকারি অফিসকাছারি এমনিতেই বন্ধ থাকে। তাই টানা তিন দিন ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।

710

অন্যদিকে ১৬ অগস্ট পড়েছে জন্মষ্টমী। তাই সেই দিনই কিছু স্কুল আর অফিস ছুটি থাকে। তাই টানা ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্টদেকও কোনও সমস্যা হবে না।

810

৯ অগস্ট রাখি পুর্ণিমা। সেই দিন রাজ্যের একাধিক সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। কিছু কিছু খোলা থাকে। কিন্তু শনিবার থাকায় হাফ ছুটির সুবিধে পেতেই পারেন সরকারি কর্মীরা।

910

অগস্ট মাসে পাঁচটা শনিবার আর পাঁচটা রবিবার থাকায় ছুটি অন্যান্য মাসের তুলনায় এমনিতেই বেশি থাকছে।

1010

এবার দুর্গাপুজো সেপ্টেম্বর মাসে পড়েছে। তাই অগস্ট মাসে একাধিক ছুটি থাকায় এখন থেকেই বিশেষ কিছু প্ল্যান করে ফেলতেই পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories