চরম নিষ্ঠুরতা! ৯ বছরের শিশুর সারা শরীরে চামচ দিয়ে ছ্যাঁকা দিল কাকিমা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে একরত্তি

Published : Jul 09, 2024, 08:35 PM IST
child attack

সংক্ষিপ্ত

চরম নিষ্ঠুরতা! ৯ বছরের শিশুর সারা শরীরে চামচ দিয়ে ছ্যাঁকা দিল কাকিমা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে একরত্তি

নৃশংস! ঘটনা জানলে গা শিউরে উঠবে। রান্নার চামচ গরম করে ৯ বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দিল কাকিমা। অমানবিক ঘটনা ঘটল মালদায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শিশুটি। নির্যাতিত শিশুর পরিবারের লোক জানিয়েছেন, পুলিশে জানানোর পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উলটে তার বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক। হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত পরিবারের তরফে জানা গিয়েছে, " চারদিন আগে বন্ধুদের সঙ্গে শিশুটি খেলছিল। সেই খেলা নিয়েই কিছু গোলমাল হয়। ওই গোলমালের জেরেই ছ্যাঁকা দেওয়া হয় শিশুটিকে। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। এখনও অভিযুক্তের বিরুদ্ধে কোনও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিশুটির পরিবারের। এদিকে কীভাবে একটি ৯ বছরের শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটল তা নিয়ে রীতিমতো আশ্চর্য এলাকার বাসিন্দারা।

PREV
click me!

Recommended Stories

Sandeshkhali Accident : 'বাবাকে ফলো করছিল লরিটা' লরির চালক শাহজাহানের কে হয়? বলেদিলেন ভোলা ঘোষের ছেলে!
West Bengal SIR News: এক ভোটার কার্ডে একাধিক মানুষ! ফর্ম জমা করতেই ফাঁস ভয়াবহ গরমিল