ময়নাতদন্ত নিয়ে ফের ধোঁয়াশা! নতুন রহস্যের সন্ধান আরজিকরকাণ্ডে?
আরজিকরের তরুণী চিকিৎসকের মৃতদেহের ময়না তদন্ত নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। কেন রাতে ময়না তদন্ত করা হল এই নিয়ে প্রতিবাদ হয়েছে চারিদিকে।
ময়নাতদন্ত নিয়ে ফের ধোঁয়াশা! নতুন রহস্যের সন্ধান আরজিকরকাণ্ডে?
এবার ফের ময়না তদন্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। ইতিমধ্যেই ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ময়নাতদন্ত নিয়ে ফের ধোঁয়াশা! নতুন রহস্যের সন্ধান আরজিকরকাণ্ডে?
সিবিআই জেরা করেছেন মর্গের এক কর্মীকেও। আর সেখান থেকে উঠে ফের নতুন রহস্য।
ময়নাতদন্ত নিয়ে ফের ধোঁয়াশা! নতুন রহস্যের সন্ধান আরজিকরকাণ্ডে?
ময়নাতদন্তদের পরের পর্যবেক্ষণ লেখায় নাকি ওই মর্গের কর্মীরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তদন্তের খাতিরে চিকিৎসক অপূর্ব-র সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে তাঁকে।
ময়নাতদন্ত নিয়ে ফের ধোঁয়াশা! নতুন রহস্যের সন্ধান আরজিকরকাণ্ডে?
কিন্তু এই জেরাতেই পরস্পর বিরোধী মতামত দিয়েছেন তাঁরা এর ফলেই ময়নাতদন্ত নিয়ে ফের প্রশ্ন উঠেছে সিবিআই আধিকারিকদের মনে।
ময়নাতদন্ত নিয়ে ফের ধোঁয়াশা! নতুন রহস্যের সন্ধান আরজিকরকাণ্ডে?
জানা গিয়েছে যেখানে তরুণীর দেহের ময়না তদন্ত হয়, সেখানে আলো অত্যন্ত কম ছিল।
ময়নাতদন্ত নিয়ে ফের ধোঁয়াশা! নতুন রহস্যের সন্ধান আরজিকরকাণ্ডে?
অত্যন্ত তাড়াতাড়ি তরুণীর ময়নাতদন্ত করা হয়েছে। ওই দিন ময়নাতদন্তের জন্য মোট ৮টি দেহ ছিল তার মধ্যে সব থেকে দ্রুত শেষ করা হয়েছিল তরুণী চিকিৎসকের পোস্টমর্টেম।