কেন্দ্রীয় সরকারের পরিবর্তে এবার আবাস যোজনার টাকা দিয়েছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এই টাকা বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
210
কাটমানি রুখতে
একই সঙ্গে আবাস যোজনার টাকা যাতে নয়ছয় না হয় তারজন্যও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন গোটা বিষয়টি খতিয়ে দেখতেও নির্দেশ দিয়েছে।
310
প্রথম কিস্তি
রাজ্য সরকার প্রথম কিস্তিতে আবাস যোজনার টাকা ১২ লক্ষ পরিবারকে দিয়েছে।
410
কিস্তির টাকা
প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ডিসেম্বর মাসেই পৌঁছে গেছে ১২ লক্ষ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
510
সমস্যায় ১২ হাজার
১২ হাজার পরিবার আবাস যোজনার টাকা নিয়ে সমস্যায় পড়েছেন।
610
কারণ কী?
১২ হাজার অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলতে পারেননি উপভোক্তারা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— প্রায় সব জেলাতেই এই রকম ঘটনা রয়েছে। কারণ এই ১২ হাজার পরিবারের নামে কোনও জমি নেই যেখানে তারা বাড়ি তৈরি করবে।
710
বিকল্প ব্যবস্থা
এই ঘটনা প্রকাশ্যে আসাতেই বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিয়েছে নবান্ন। নড়েচড়ে বসেছে প্রশাসন।
810
পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন,'১২ লক্ষ মানুষ আবাস যোজনার টাকা পেয়েছেন। কিন্তু মাত্র ১ শতাংশই এই সমস্যায় পড়েছে। আমরা বিষয়টি জানার পরই জেলাগুলিতে এই ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি।'
910
জমি দেবে সরকার
পঞ্চায়েত দফতর থেকে বলা হয়েছে বিভিন্ন জেলায় খাস জমি রয়েছে। সেখান থেকেই জমি বরাদ্দ করতে হবে। যে ব্যক্তি যেখানে থাকেন সেখানেই জমির ব্যবস্থা করতে বলা হয়েছে।
1010
ত্রুটি মানতে নারাজ
তবে এই বিষয়ে কোনও প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে কিনা জানতে চাইলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েদেন কেনও ত্রুটি নেই। 'হতদরিদ্র মানুষগুলি মাথার উপর ছাদের জন্য আবেদন করেছিলেন। সরকার তাঁদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে। এটা সরকারের সাফল্য।'