WBCS-এ বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক , ৫ বছরের লড়াইয়ে জয় উদযাপন করল বাংলা পক্ষ

এবার থেকে WBCS-এ বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক। এই দাবি নিয়ে পাঁচ বছর আন্দোলন করেছিল বাংলা পক্ষ। জয়ের হাসি সংগঠনের কর্তাদের মুখে।

 

Web Desk - ANB | Published : Apr 28, 2023 3:10 PM IST / Updated: Apr 28 2023, 09:14 PM IST

পাঁচ বছর ধরে টানা লড়াইয়ের পর অবশেষে হাতে এল জয়। আর সেই জয়েই মেতে উঠল বাংলা পক্ষ। যদিও সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখনই লড়াইয়ে ইতি টানছে না তারা। দীর্ঘ পাঁচ বছর ধরে WBCS পরীক্ষায় ৩০০ নম্বর বাংলা পেপার বাধ্যতামূলকের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল বাংলা পক্ষ , অবশেষে রাজ্য সরকার সেই দাবি মেনে নিয়েছে। আর সেই কারণেই জয় উদযাপন করছে বাংলা পক্ষ। PSC ভবনের সামনে সভা করে বাংলা পক্ষ।

এতদিন অবধি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ডাবলুবিসিএস পরীক্ষায় প্রধান রাজ্য ভাষা অর্থাৎ বাংলা অথবা সহযোগী রাজ্য ভাষা নেপালির লিখিত পেপার পাশ করা বাধ্যতামূলক ছিল না। এর ফলে বাইরের রাজ্য থেকে বহিরাগতরা বাংলা না জেনে হিন্দি বা উর্দুর মাধ্যমেই WBCS হচ্ছিল এবং এই সংখ্যা সাম্প্রতিক কালে বাড়ছিল। অন্য সকল রাজ্যে এই নিয়ম চালু বহুদিন । তামিলনাড়ুতে তামিল, কর্নাটকে কন্নড়, কেরলে মালয়ালম, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটি পাঞ্জাবে পাঞ্জাবি, ইউপি বিহারে হিন্দি, উড়িষ্যায় উড়িয়া, ইত্যাদি। এবার পশ্চিমবঙ্গ যুক্ত হল সেই তালিকায়। অর্থাৎ WBCS পরীক্ষার জন্য বাংলা বা নেপালি জানা বাধ্যতামূলক করা হয়েছে। এটা বাংলা পক্ষ পাঁচ বছর ব্যাপী টানা আন্দোলনের ফল বলেও দাবি করেছে সংগঠন।

বাংলাপক্ষ তার সূচনা লগ্নে বাঙালি জাতির জন্য যে ৩০ দফা দাবি পেশ করে ,তাতে অন্যতম প্রধান দাবি ছিল ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা ভাষা লিখিত পেপার বাধ্যতামূলক করা। এই লক্ষ্য পূরণের জন্য বাংলা পক্ষ পাঁচ বছর ধরে চালায় নিরবিচ্ছিন্ন আন্দোলন। এই দাবিতে বাংলা পক্ষ পি এস সি ভবন অভিযান ঘেরাও করে তিনবার এবং পিএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন দেয় প্রতিবার। বাংলা জুড়ে এই দাবিতে ৩২২টি সভা এবং ৭৬টি মিছিল করে বাংলা পক্ষ। ডেপুটেশন দেওয়া হয় পশ্চিমবঙ্গের শতাধিক বিধায়ককে। কলকাতার বুকে রানী রাসমণি রোডে ২০২১ সালের ১৭ই জানুয়ারি এই দাবিতেই বাংলা পক্ষ করে হাজার হাজার বাঙালির মহাসমাবেশ। এমনকি ১৫ মার্চ ২০২৩ গেজেট নোটিফিকেশনটি সই হবার মাসেও বাংলা পক্ষ এই নিয়ে একাধিক সভা ও মিছিল করে। যখন নোটিফিকেশনটির খসড়া তৈরি হয় কিন্তু ফাইনাল গেজেট হয়নি সরকারের ওপর বাঙালি জনতার আকাঙ্খার চাপ বজায় রাখতে বাংলা পক্ষ খসড়া ডেপুটেশনটি জনসমক্ষে তুলে ধরে এবং তা বাস্তবায়নের জন্য তীব্র চাপ সৃষ্টি করে সরকারের ওপর। শুধু তাই নয় বিরোধী ও আমলা মহলে চাপ বাড়াতে থাকে বাংলা পক্ষ।

পাঁচ বছর ব্যাপী দীর্ঘ আন্দোলনের ফলে এলো বিজয়। বেরিয়ে গেছে নোটিফিকেশন - গেজেট নম্বর 361- PAR (WBCS)- ID 179/21

বাংলা পক্ষ শুধু লড়ার জন্য লড়তে নয়, জেতার জন্য লড়াইতে বিশ্বাস করে। তা আরেকবার প্রমাণ করেছে বাংলা পক্ষ। শেষে এসেছে এই মহা বিজয়। বাংলা পক্ষর এই আন্দোলনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ বাঙালি সহ সমগ্র বাঙালি জাতিকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের বাংলা পক্ষ এই বিজয় উৎসর্গ করছে। এই দাবিকে সফল করতে বাংলা পক্ষর সহযোগিতা করে নিরলসভাবে লেগে থাকা সকল রাজনীতিবিদ, আমলা সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের বাকি সকল রাজ্য সরকারী পরীক্ষায় অনুরূপ নিয়ম আনার জন্য যেমন আন্দোলন করছে তা চূড়ান্ত বিজয় রূপান্তরিত করবে যেমন ভাবে করল ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে।

Share this article
click me!