তিনি আরও বলেন এই মিছিলে হাওড়ার বাঙালি মনে শক্তি পাবে। আমরা বহিরাগত দাঙ্গাবাজদের হুঁশিয়ারি দিচ্ছি, বাংলার মাটিকে উত্তপ্ত করবেন না। চৈতন্যদেব, রবি ঠাকুর, কবি নজরুল, বেগম রোয়েকা, ঠাকুর রামকৃষ্ণ, লালন সাঁই, বিবেকানন্দ, বীর সুভাষের এই মাটিতে দাঙ্গাবাজদের কোনো ঠাঁই নেই।