
এক নিঃসন্তান বৃদ্ধাকে মা সাজিয়ে ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল এক বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ওইমহিলা বৃদ্ধার সম্পত্তি হাতানোরও চেষ্টা করেছিল বলে অভিযোগ। স্বামীহারা অসহায় বৃদ্ধা ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বিএলও-র কাছে আবেদন জানিয়েছেন। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শিমুলিয়া এলাকায়।
জানা গিয়েছেল, বাংলাদেশের খুলনা এলাকার জান্নাতুল মণ্ডল নামে এক তরুণী কয়েক বছর আগে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে হাসনাবাদে আসে। থাকতে শুরু করে হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শিমুলিয়ার ১৫ নম্বর বুথে। সেখানে নিঃসন্তান দম্পতির কাছে আশ্রয় নেয় সে। কয়েক বছর আগে সেই মহিলার স্বামী মারা যায়। তারপর সেই মহিলা অর্থাৎ রহিমা সর্দারকে মা বানিয়ে যাবতীয় নথি বানিয়ে ফেলে জান্নাতুল মণ্ডল। এখানেই শেষ নয়, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার, রেশনের মালপত্র -সহ সরকারি যাবতীয় সুবিধা নিতে থাকছে।
এই ঘটনা প্রসঙ্গে বৃদ্ধা রহিমা সর্দার বলেন, কয়েক বছর হল আমার স্বামী মারা গিয়েছেন। এখন আমার আপনজন বলতে আর কেউ নেই। সার শুরু হওয়ার পরে জানতে পারলাম, আমার নাম ব্যবহার করে জান্নাতুল মণ্ডল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে। আমার সঙ্গে থার কোনও সম্পর্ক নেই। আমি চাই, আমার নাম যারা ব্যবহার করেছে, কাদের নাম যেন কেটে দেওয়া হয়।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, ‘আমরা জানি জান্নাতুলের বাড়ি বাংলাদেশে। এখানে এসআইআর শুরু হওয়ার পর শুনতে পাচ্ছি, রহিমা বিবিকে মা সাজিয়ে ভোটার কার্জ বানিয়ে নিয়েছে। আমরা চাই, যাঁরা প্রকৃত ভোটার কাদের নাম যেন ভোটার তালিকায় থাকে। ভুয়ো ভোটারদের নাম বাতিল করা হোক।’
এই ঘটনা নজর কেড়েছে সকলের। বৃদ্ধার অসহায়তার সুযোগ নিয়ে তাকে মা সাজিয়ে ভোটার-আধার কার্ড বানানোর অভিযোগ উঠেছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলার বিরুদ্ধে।