এসআইআর-ভোটার শুনানিতে ডাক, বিএলও-কে প্রাণে মারার হুমকির অভিযোগে চাঞ্চল্য হুগলিতে

Published : Jan 03, 2026, 12:47 PM IST
SIR

সংক্ষিপ্ত

Hooghly News: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শুনানিতে এবার খোদ বিএলও-কে প্রাণে মারার হুমকির অভিযোগ! কোথায় ঘটেছে এই ধরণের মারাত্মক ঘটনা ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Hooghly News: রাজ্যজুড়ে চলছে এসআইআর ভোটার শুনানি। আর এবার হুগলির ডানকুনিতে বিএলও-কে মারার অভিযোগ উঠল শুনানিতে ডাক পাওয়া এক বাংলাদেশীর বিরুদ্ধে । চন্ডীতলা বিধানসভার ডানকুনি ফরিয়াল মুসলিম পাড়ার ঘটনা। এসআইআর-এর খসড়া তালিকা বেরোনোর পর সারা রাজ্যজুড়ে চলছে শুনানি পর্ব সেই শুনানি পড়বে ডাক পেয়েছেন আব্দুল রহিম গাজী। 

সেইমত গিয়ে নির্দিষ্ট সময়ে যথার্থ নথি জমা করেন , কিন্তু সেই শুনানি কেন্দ্রে বি এল ও দায়িত্ব এ ছিলেন পাঁচ নম্বর বুথের বিমলি টুডু হাজদা। তিনি শুনানি কেন্দ্রের সুপারভাইজার কে অভিযোগ করেন আব্দুল রহিম গাজী একজন বাংলাদেশী ২০০২ এর তালিকায় তার কোন নাম নেই। এর আগে তিনি বর্ধমানের কোন এক গ্রামে ভাড়া থাকতেন সেখানকারী কোন নথি তিনি জমা করেছেন। তিনি আরো অভিযোগ করেন যে নথি আব্দুর রহিম গাজী জমা করেছেন সেই নথি সঠিক নয়।

ঠিক কী অভিযোগ উঠেছে?

আক্রান্ত বি এল ও বিমলি টুডু জানান সুপার ভাইজার ম্যামকে এই কথা বলেছি বলে আব্দুল রহিম গাজী আমার বাড়িতে এসে আমার উপর চড়াও হয়। আমাকে চড় থাপ্পড় মারেন এবং অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেই জাতি কথা তুলেও আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি আমার পাড়ার মহিলা সমিতির আশ্বাসে থানায় অভিযোগ দায়ের করি প্রথমে অভিযোগ জমা না নিলেও পরে অভিযোগ জমা নেন কিন্তু কোনরূপ প্রাপ্তি স্বীকার আমাকে দেওয়া হয় না। 

যদিও পড়ে পুলিশ ও আসেন।আমি একজন অঙ্গনওয়াড়ির শিক্ষিকা, বর্তমানে বি ডিও অফিসারের দায়িত্ব পালন করছি, এছাড়া হাসপাতালে আয়ার ডিউটি করি,আব্দুল রহিম গাজীর স্ত্রী কেও ফায়ার কাজের জন্য সেখানে ব্যবস্থা করে দি। তারপর থেকেই তার স্বামী বারবার আমার সাথে অশান্তি করে।

 সুপারভাইজার ম্যামকে সত্য কথা বলাতে যেভাবে একজন বাংলাদেশী মুসলিম আমার উপর চড়াও হল আমাকে মারধর করলো,রাজনৈতিক কোন দল তার প্রতিবাদ করেনি। আমি খুবই মর্মাহত। স্থানীয় কাউন্সিলরকে ব্যাপারটি জানানোতে সে রাতের বেলায় তার পার্টি অফিসে দেখা করতে বলেন আমি সে প্রস্তাবে রাজি হইনি। বেশ কিছুদিন কেটে গেলেও আজও মাঝেমধ্যে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, পুলিশ নির্বিকার।

ডানকুনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শেখ আশরাফ আলী জানান গত 15 দিন ধরে দুপক্ষকে ডাকছি কিন্তু কেউ আমার কথায় সাড়া দিচ্ছেন না তাই আর গুরুত্ব দিই না। বি এল ওকে মার ধর করার প্রসঙ্গে তিনি জানান আমি খোঁজ নিয়ে দেখেছি কোন মার ধরে ঘটনা ঘটেনি বরং বিএল ও নিজেই ওই নিরীহ মানুষটির কলার ধরে টানাটানি করেছেন। তাদের একটি পারিবারিক অশান্তি আছে তার জেরেই এরকম ঘটনা। সে বাংলাদেশি কিনা, তার নথি আছে কিনা সেটা বিচার করবে নির্বাচন কমিশন। 

আব্দুল রহিম গাজী পাঁচ নম্বর বুথের ভোটার আর জে বিএল ও অভিযোগ করছেন তিনি ছয় নম্বর বুথের দায়িত্ব সামলাচ্ছেন।। আব্দুল রহিম গাজী ফোনে জানান আমি পাঁচ নম্বর বুথে বিএলও পারুল ঘোষ এর কাছ থেকে নোটিশ পাই সেইমতো গিয়ে নতি জমা করে আসি, ২০০২ এর তালিকায় আমার মায়ের নাম আছে।

 আমার বুথের বি এল ও পারুল ঘোষের কোন অভিযোগ নেই আমাকে নিয়ে। উনি আমার প্রতিবেশী প্রায় দিনই উনি আমার বাড়িতে গিয়ে ঝগড়া করেন তাই উনি এখন আমার উপর থেকে প্রতিষোধ তুলছেন। যে অভিযোগ আমার উপর তোলা হয়েছে বা থানায় অভিযোগ দায়ের হয়েছে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari on Mamata: 'মালদায় দিদির নির্দেশে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম', বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari: 'মালদায় দিদির নির্দেশে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম', বিস্ফোরক শুভেন্দু