Crime News: বিএসএফ-এর চোখে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস, SSB-র জালে বাংলাদেশি যুবক

Published : Jul 26, 2025, 04:29 PM IST
Man arrested

সংক্ষিপ্ত

Crime News: সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে ছয় মাস ধরে  ভারতে বসবাস। এসএসবি-র জালে ধরা পড়তেই শ্রীঘরে যুবক। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Bangladeshi Arrested News: ফের খড়িবাড়িতে গ্রেফতার বাংলাদেশি যুবক। জানা গিয়েছে, শিলিগুড়ি মহাকুমা পরিষদের খড়িবাড়ির পানিট্যাঙ্কি লাগোয়া খয়েরমনী জোতে গ্রাম থেকে গ্রেফতার অভিযুক্ত। অবৈধভাবে বসবাস করার অভিযোগে এস‌এসবির জালে বাংলাদেশি যুবক। ধৃত যুবকের নাম অতীত রায়। সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। এস‌এসবি সূত্রে খবর, গত ৬ মাস আগে অবৈধভাবে রায়গঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করার পর ধৃত খড়িবাড়িতে বসবাস করত। ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র, বাংলাদেশের স্কুল সার্টিফিকেট ও মোবাইল উদ্ধার করেছে এস‌এসবি। ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

অন্যদিকে, এলাকায় ঘটছে চুরির ঘটনা। এদিন ঘটনাস্থলে পুলিশ আসতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। বিগত কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনা ঘটেছিল। তবে গত এক বছর ধরে গ্রামে একের পর এক চুরির ঘটনা বেড়েই চলছে। তবে এবার গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে গরু, ছাগল, মহিষ ,শুয়োর সহ বাইক বিভিন্ন সামগ্রী চুরি করে পালাচ্ছে চোরের দল।। গভীর রাতে এমনই চুরির ঘটনা ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম মাধব ভিটা গ্রামে। এলাকায় একটি বাড়ি থেকে গরু চুরি করে একটি চারচাকা পিকআপ ভ্যানে করে পালিয়ে যাচ্ছিল চোরের দল। এরপরে এলাকার মানুষ ধাওয়া করতে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা মারে ইলেকট্রিক পোলে।

এরপরে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। পিকআপ ভ্যানটি উদ্ধার করার জন্য একটি ক্রেন নিয়ে আসা হয়। তবে তা আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামের সাধারণ মানুষ। কয়েক ঘন্টা পুলিশ প্রশাসনকে আটকে রেখে বিক্ষোভ চলে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত কয়েক মাস ধরে যেভাবে এলাকায় চুরির ঘটনা ঘটছে তাতে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। চা বাগান এলাকার মানুষ গরিব দুঃস্থ পরিবারের তাদের ঘরে এ ধরনের গরু, ছাগল, মহিষ, শুকর সহ একাধিক পশু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ জানালও কোনও সুরাহা মিলছে না। অবিলম্বে পুলিশ প্রশাসনকে কয়েক মাস ধরে চুরির ঘটনা ঘটেছে তার তদন্ত করে দুষ্কৃীতদের গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
আদিনা মসজিদ আদতে আদিনাথ মন্দির, রাজ্যসভায় দাবী করেছিলেন শমীক, দেখুন কী বলছেন তিনি