ভারতীয় ব্যক্তিকে বাবা সাজিয়ে এসআইআর-ভোটার শুনানিতে জালিয়াতি, অভিযুক্ত বাংলাদেশি মহিলা

Published : Dec 31, 2025, 08:56 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Basirhat News: ভারতীয় ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা। এসআইআর-ভোটার শুনানিতে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Basirhat News: রাজ্যজুড়ে চলছে এসআইআর-ভোটার শুনানি। দিকে-দিকে উঠে আসছে অসন্তোষ আর অভিযোগের ছবি। আর এরই মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর অভিযোগ। ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শুনানিতে বাংলাদেশি এক মহিলা ভারতীয় ব্যক্তিকে বাবা সাজিয়ে পরিচয় দেওয়ার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। 

ঠিক কী অভিযোগ উঠেছে? 

জানা গিয়েছে, বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ডহরখণ্ড ৮৬ নম্বর বুথের ঘটনা। বছর ২৭ এর সারমিন সুলতানার বাবা মফিজুল ইসলাম। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া থানার কেরাগাছী গ্রামে। ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতের স্বরূপ নগরের আসেন। সেখানেই ভারতীয় ইসারুল মোল্লা নামের এক যুবককে বিয়ে করেন। তারপর এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

অভিযোগ, ভারতীয় নথিপত্র তৈরি করতে দহরখণ্ডের বাসিন্দা আছিরউদ্দিন গাজীকে বাবা সাজিয়ে তারপর একে একে আধার ও রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি করেন। একাধিকবার বাংলাদেশে বাপের বাড়িতে গিয়েছিল সে। রাজ্যে এসআইআর হওয়ার পর এনুমারেশন ফর্ম ফিলাপ করেছেন। সেখানে বাংলাদেশের প্রকৃত বাবা মফিজুল ইসলাম। বদলে এখানকার ভারতীয় সাজানো বাবা আছিরুউদ্দিন গাজীর নাম বসায়। এরপর ম্যাপিং না হওয়ায় ত্রুটি থাকায়। তাকে বিডিও অফিসে হেয়ারিংয়ের জন্য ডাকা হয়। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তার স্বামী ইসারুল মোল্লাকে ডাকা হয়নি।

সাজানো বাবাকে প্রশ্ন করতেই তিনি মাথায় হাত দিয়ে মেয়ের নাম সঠিক বলতে পারছেন না। বিভিন্ন সময় বিভিন্ন রকম বলছেন। কখনও বলছেন এক মেয়ে চার ছেলে। আবার কখনও বলছে দুই মেয়ে চার ছেলে। বাংলাদেশি সারমিনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘’আমার নামের ত্রুটি আছে। সমস্যা রয়েছে তাই শুনানির জন্য ডেকেছে। কিন্তু তার স্বামীকে ডাকিনি। ওই বুথের তৃণমূলের মেম্বার হাকিম গায়েন বলেন, ‘’আমি যতটুকু জানি এখানকার বাসিন্দা। কিন্তু কে বাংলাদেশি? কে ভারতীয় আমার জানা নেই। তবে বেশ কয়েকবার ভোট দিয়েছেন। এটা নির্বাচন কমিশন দেখছে। হেয়ারিংয়ে ডেকেছে তারা ভালো বুঝবেন।''

এই বিষয়ে স্বরুপ নগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় বলেন, ‘’নির্বাচন কমিশনের গাইডলাইন আছে কে বাংলাদেশী আপনারা বলছেন ত্রুটি থাকলে আমরা হেয়ারিং এ ডেকে পাঠিয়েছি। নির্দেশ আছে সঠিক ম্যাপিং না হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বছর শেষে আরও বাড়ল শীতের দাপট, জেনে নিন ২০২৫-র শেষ দিন কেমন থাকবে আবহাওয়া?
'মন্দির-মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে দিন', Abhishek-এর মন্তব্যের পরই 'দুর্গা অঙ্গন' Mamata-র