বর্ধমানে আজব চোরের দাপট! দোকান থেকে খেয়ে যাচ্ছে আম-কলা, নিয়ে যাচ্ছে সিগারেট

বর্ধমান জুড়ে চলছে আজব চোরের দাপট। দোকানের চাল ভেঙে ঢুকে, চোরের দল নিয়ে গেছে কলা, আম, তরমুজ এবং খেজুর।

Subhankar Das | Published : Jul 1, 2024 3:31 PM IST / Updated: Jul 01 2024, 09:02 PM IST

বর্ধমান জুড়ে চলছে আজব চোরের দাপট। দোকানের চাল ভেঙে ঢুকে, চোরের দল নিয়ে গেছে কলা, আম, তরমুজ এবং খেজুর।

ফলের দোকানের পর সেই চোরের দল আবার হানা দেয় পাশে থাকা একটি মুদির দোকানেও। সেখানে চুরি গেছে সিগারেট এবং বিড়ির প্যাকেট। শুধু তাই নয়, সুখটান দিয়ে সেখানেই সিগারেট আর বিড়ির অবশিষ্ট অংশ ফেলে পালিয়েছে তারা। সঙ্গে কিছু নগদ টাকাও চুরি করে নিয়ে যায় সেই চোরের দল।

আর এরপর সকাল হতেই শুরু হয়ে যায় শোরগোল। দুটি দোকানের চাল খোলা দেখে জড়ো হন স্থানীয় মানুষজন। কিন্তু এমন অদ্ভুত চুরি দেখে তাজ্জব প্রায় সকলেই। এলাকাবাসীর অভিযোগ, একবার বা দুবার নয়, বারবার এমন ঘটনা ঘটছে।

এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের অন্তর্গত আউশগ্রামের বড়াচৌমাথা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত শুক্রবার রাতে একটি ফলের দোকানের অ্যাজবেস্টস চালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে চোরেরা। দোকানে ঢুকে আপেল, আম এবং তরমুজ দিয়ে ফলাহার করে পাশের মুদির দোকান থেকে সিগারেট এবং বিড়ির প্যাকেট নিয়ে চম্পট দেয় তারা।

পাশের মুদিখানা থেকে ক্যাশ বাক্সও হাপিশ করে দিয়েছে সেই চোরের দল। স্থানীয় এক ফল ব্যবসায়ী জানান, “মাত্র ১৫ দিন হল দোকানটা করেছি। তার মধ্যেই চুরি! ইদানিং এলাকায় খুব চুরি বেড়ে গেছে। তরমুজ, খেজুর, এবং আপেল খেয়ে পালিয়েছে চোরেরা। সঙ্গে, কিছু টাকাও নিয়ে গেছে।

মুদিখানা দোকানের মালিক চিরঞ্জিৎ ঘোষ বলেন, “এই নিয়ে পাঁচবার চুরি হল আমার দোকানে। সিভিক ভলান্টিয়াররা এলাকায় পাহারা দেন। কিন্তু যে দিন রাতে চুরি হয়, ঠিক সেই রাতেই তারা এলাকায় থাকেন না।”

অন্যদিকে, এই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন বলেও জানান তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Nawsad Siddique : 'তৃণমূল ভাবে তাঁরা বিচারব্যবস্থা ও আইনের ঊর্ধ্বে' চোপড়ার ঘটনায় মন্তব্য নৌশাদের
Hardik Pandya | অনুরাগীদের উচ্ছ্বাসে আপ্লুত হার্দিক #shorts #hardikpandya
Murshidabad News : পুলিশ স্টেশন ট্যুরিজম গড়ে নজর কেড়ে নিয়েছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা ।
Suvendu Adhikari Tweet : পঞ্চায়েত সমিতি অফিসেই বিডিও-র আইবুড়ো ভাত, ভিডিও টুইট করে নিন্দা শুভেন্দুর
ED Raid in Kolkata : NEET মামলায় নিউটাউনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালালো সিবিআই